SIR in West Bengal: ৮৫ বছরের বেশি বয়স্কদের আর শুনানিতে ডাক নয়! বাড়িতেই হবে হিয়ারিং, সূচি জানাবেন বিএলও-রা! বিজ্ঞপ্তি কমিশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
SIR in West Bengal: বয়স্ক ভোটারদের দায়িত্ব নিতে হবে এবার বুথ লেভেল অফিসারদেরই। ৮৫ বছর বা তাঁর বেশি বয়স্ক, শারীরিক ভাবে প্রতিবন্ধী বা অসুস্থ এমন ভোটারকে শুনানির জন্য নোটিশ পাঠানো হলে তাঁদের সঙ্গে যোগাযোগ করুন।
কলকাতা: বয়স্ক ভোটারদের দায়িত্ব নিতে হবে এবার বুথ লেভেল অফিসারদেরই। ৮৫ বছর বা তাঁর বেশি বয়স্ক, শারীরিক ভাবে প্রতিবন্ধী বা অসুস্থ এমন ভোটারকে শুনানির জন্য নোটিশ পাঠানো হলে তাঁদের সঙ্গে যোগাযোগ করুন।
ফোন করে বিএলওদের বলতে হবে তাঁদের শুনানি কেন্দ্রে আসার প্রয়োজন নেই। নির্দিষ্ট সময়ে তাঁদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ সব জেলাশাসককে।
আরও পড়ুন: উত্তরে বরফ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কনকনে শীত! হাড়কাঁপুনি ঠান্ডা কতদিন? ওয়েদার আপডেট
বুথ লেভেল অফিসাররা সেই সমস্ত ভোটারদের খুঁজে বের করুন এবং ফোন করে বলুন তাঁদের শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে হবে না। নির্দেশিকা জারি করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আমরা ইউনেস্কোর থেকে যে সম্মান পেয়েছি…’, দুর্গা অঙ্গনের শিলান্যাস করে মমতা বললেন, ‘আজ ভাল দিন’!
রবিবারই মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও)-এর সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। রবিবার বিএলএ–২-দের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, এসআইআর শুনানিতে বয়স্কদের হেনস্থার প্রতিবাদে সোমবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। সেই ঘোষণা অনুযায়ী, সোমবার প্রতিনিধিদলের সদস্যেরা সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে তিন দফা দাবি পেশ করেন। জমা দেওয়া হয় স্মারকলিপিও।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 8:54 PM IST









