Leopard skin found in Kolkata| Bengali News| ভরদুপুরে শহরের ডাস্টবিনে উদ্ধার খুলি-সহ চিতার ছাল! হতভম্ব এলাকাবাসী

Last Updated:

Leopard skin found in Kolkata| Bengali News| পুলিশে তরফে মুচিপাড়া থানা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এমনই দুটি বাঘছাল পাওয়া যায় মুচিপাড়ার ডাস্টবিনে।
এমনই দুটি বাঘছাল পাওয়া যায় মুচিপাড়ার ডাস্টবিনে।
#অনুপ চক্রবর্তী| কলকাতা: কলকাতায় দিনের আলোয় ডাস্টবিন থেকে উদ্ধার হলো দুটি চিতার  চামড়া (Leopard skin found in Kolkata)। সঙ্গে উদ্ধার হয়েছে কয়েকটি লেজের টুকরো। তদন্তকারীদের অনুমান যাদের কাছে এগুলো ছিল তাদের কাছে আরো চামড়া রয়েছে।মুচিপাড়া থানা এলাকার একটি ডাস্টবিন থেকে এদিন এই চামরা ও চিতার খুলি উদ্ধার হয়। বেড কভারের মধ্যে রাখাছিল এগুলি। সূত্র মারফত খবর পেয়ে  ২৯/এ ক্রিকলেন থেকে সবটা উদ্ধার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল।
আজ সকালে মুচিপাড়া থানা থেকে খবর দেওয়া হয় যে একটি ডাস্টবিনের পাশে কাপড়ে মোরা অবস্থায় কিছু বাঘের ছাল পরে আছে। সেই খবর পেয়ে বনদফতরে আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে দুটো লেপার্ডের চামড়া উদ্ধার হয়। তাদের অনুমান বাঘ ছালগুলি বহুদিনের পুরোনো। তদন্তকারীরা মনে করছেন, হয়তো বিক্রি করার জন্য পাচারকারীরা এই বাঘছাল নিয়ে এসেছিল। কিন্তু কোনও ভাবে বেচতে না পেরে, খদ্দের না পেয়ে ফেলে যায়।
advertisement
সল্টলেকের বনদফতরে অফিসে নিয়ে আসা হলে দেখা যায়  দুটি চামড়া রয়েছে। এবং তার সঙ্গে তিনটে আলাদা লেজ পাওয়া গেছে।দুটি চামড়ার মধ্যে একটি পূর্ণ বয়স্ক ও একটি মাঝ বয়স্ক লেপার্ড এর চামড়া। সব তথ্য প্রমাণ খতিয়ে দেখে পুলিশ অনুমান করছে যে পাচারকারীরা এগুলো ফেলে গিয়েছে,  তাদের কাছে আরও চামড়া রয়েছে।
advertisement
পুলিশে তরফে মুচিপাড়া থানা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কে বা কারা ফেলে গেছে তার খোঁজ নিতে এলাকাবাসীদের সঙ্গে কথাও বলছেন তদন্তকারী অফিসাররা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Leopard skin found in Kolkata| Bengali News| ভরদুপুরে শহরের ডাস্টবিনে উদ্ধার খুলি-সহ চিতার ছাল! হতভম্ব এলাকাবাসী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement