রাজ্যের আরও এক মন্ত্রীর পদত্যাগ, এবার লক্ষ্মীরতন শুক্লা! ফের ধাক্কা খেল তৃণমূল

Last Updated:
#কলকাতা: শুভেন্দু অধিকারীর পর রাজ্য মন্ত্রিসভা থেকে আরও এক মন্ত্রীর ইস্তফা৷ এবার মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার৷ তা গৃহীতও হয়েছে৷ হাওড়ায় দলের জেলা সভাপতি পদেও ছিলেন লক্ষ্মী৷ সেই পদও ছাড়ছেন তিনি৷ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন লক্ষ্মী৷
তবে লক্ষ্মীরতন শুক্লা এখনই অন্য দলে যাচ্ছেন কি না, তা স্পষ্ট নয়৷ প্রাক্তন ক্রিকেটারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আপাতত রাজনীতি থেকে অবসর নিতে চান লক্ষ্মী৷ কিছু দিন তিনি বিশ্রাম নিতে চান৷ তার পরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন তিনি৷
তবে মন্ত্রিত্ব এবং দলের জেলা সভাপতির পদ ছাড়লেও বিধায়ক পদ ছাড়ছেন না লক্ষ্মী৷ উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মী৷ বেশ কিছু দিন ধরেই তিনি দলীয় কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন লক্ষ্মী৷ ২০১৬ সালে শাসক দলে যোগ দিয়েছিলেন তিনি৷ তৃণমূলের অন্দরের খবর, রাজবী বন্দ্যোপাধ্যায়ের মতোই লক্ষ্মীরতন শুক্লার সঙ্গেও হাওড়া জেলার চেয়ারম্যান এবং মন্ত্রী অরূপ রায়ের দ্বন্দ্ব তৈরি হয়েছিল৷ ফলে কাজের ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অরূপ রায়৷ তবে লক্ষ্মীর রাজনৈতিক ভবিষ্যৎ যাই হোক না কেন, বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীরতন শুক্লার ইস্তফা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধাক্কা৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের আরও এক মন্ত্রীর পদত্যাগ, এবার লক্ষ্মীরতন শুক্লা! ফের ধাক্কা খেল তৃণমূল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement