রাজ্যের আরও এক মন্ত্রীর পদত্যাগ, এবার লক্ষ্মীরতন শুক্লা! ফের ধাক্কা খেল তৃণমূল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: শুভেন্দু অধিকারীর পর রাজ্য মন্ত্রিসভা থেকে আরও এক মন্ত্রীর ইস্তফা৷ এবার মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার৷ তা গৃহীতও হয়েছে৷ হাওড়ায় দলের জেলা সভাপতি পদেও ছিলেন লক্ষ্মী৷ সেই পদও ছাড়ছেন তিনি৷ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন লক্ষ্মী৷
তবে লক্ষ্মীরতন শুক্লা এখনই অন্য দলে যাচ্ছেন কি না, তা স্পষ্ট নয়৷ প্রাক্তন ক্রিকেটারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আপাতত রাজনীতি থেকে অবসর নিতে চান লক্ষ্মী৷ কিছু দিন তিনি বিশ্রাম নিতে চান৷ তার পরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন তিনি৷
তবে মন্ত্রিত্ব এবং দলের জেলা সভাপতির পদ ছাড়লেও বিধায়ক পদ ছাড়ছেন না লক্ষ্মী৷ উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মী৷ বেশ কিছু দিন ধরেই তিনি দলীয় কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন লক্ষ্মী৷ ২০১৬ সালে শাসক দলে যোগ দিয়েছিলেন তিনি৷ তৃণমূলের অন্দরের খবর, রাজবী বন্দ্যোপাধ্যায়ের মতোই লক্ষ্মীরতন শুক্লার সঙ্গেও হাওড়া জেলার চেয়ারম্যান এবং মন্ত্রী অরূপ রায়ের দ্বন্দ্ব তৈরি হয়েছিল৷ ফলে কাজের ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অরূপ রায়৷ তবে লক্ষ্মীর রাজনৈতিক ভবিষ্যৎ যাই হোক না কেন, বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীরতন শুক্লার ইস্তফা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধাক্কা৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2021 2:27 PM IST