Airport Metro: কাটল জট, বিমানবন্দরগামী মেট্রো প্রকল্প নিয়ে উদ্যোগী রেল- রাজ্য
- Published by:Debamoy Ghosh
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
জট কাটাতে গত সপ্তাহে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন নির্মাণকারী সংস্থা RVNL, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং সিইএসসির আধিকারিকরা।
কলকাতা: নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের বাকি থাকা অংশের জমি জট কাটাতে উদ্যোগী রেল-রাজ্য উভয় পক্ষই৷ অন্তত বাইপাস লাগোয়া অংশে জমির সমস্যা মেটাতে যৌথ পরিদর্শনে যেতে রাজি উভয় পক্ষই। সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে এই সমস্যা মেটাতে তৎপর রেল-রাজ্য৷
ই এম বাইপাসের উপরে ভিআইপি বাজার, মেট্রোপলিটন এবং চিংড়িঘাটা মোড়ের কাছে মেট্রোর কাজের জন্য জমির প্রয়োজন রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL-এর। এই জমির জন্য ব্যস্ত বাইপাসের কোথাও গাড়ি চলাচল বন্ধ করতে হবে, কোথাও আবার গাড়িকে অন্যপথে ঘুরিয়ে দিতে হবে। এতদিন সেই জমি না মেলায় কোথাও মেট্রোর পিলার তৈরি করা যায়নি। কোথাও আবার, পিলার তৈরি হলেও, যার উপর দিয়ে মেট্রো যাবে, সেই গার্ডার বসানো হয়নি।
advertisement
advertisement
জট কাটাতে গত সপ্তাহে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন নির্মাণকারী সংস্থা RVNL, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং সিইএসসির আধিকারিকরা। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ট্রাফিক সার্ভে করা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর জমি তুলে দেওয়া হবে RVNL-এর হাতে।এই বৈঠকের ফলে কাটল নির্মীয়মাণ নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর জমিজট।
advertisement
নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মিলেছে কমিশনার ওফ রেলওয়ে সেফটির ছাড়পত্র। নিউ গড়িয়া-এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর এই লাইনকে বলা হচ্ছে অরেঞ্জ লাইন। এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। তার মধ্য়ে ৫.৪ কিলোমিটারে মেট্রো চালুর জন্য অনুমতি মিলেছে। কিন্তু, রুবি থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে তিন জায়গায় কাজ এখনও সম্পূর্ণ হয়নি।নিউ গড়িয়া-এয়ারপোর্টগামী মেট্রোর কাজের জন্য জমি লাগবে RVNL-এর। কিন্তু, সেই জমি না মেলায় রুবি থেকে এয়ারপোর্ট পর্যন্ত তিন জায়গায় কাজ বাকি রয়েছে। নবান্নের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর, প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে RVNL-এর হাতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 9:26 AM IST








