TET Recruitment Scam || Kunal on Bonny: বনিকে ইডি তলব! সুযোগ বুঝে বিজেপিকে 'খোঁচা' দিয়ে যা বললেন কুণাল

Last Updated:

TET Recruitment Scam || Kunal on Bonny: বিষয়টি নিয়ে এদিন বিজেপিকে নিশানা করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি।

কুণাল এদিন কটাক্ষ করেন কেন্দ্রের শাসকদলকে।
কুণাল এদিন কটাক্ষ করেন কেন্দ্রের শাসকদলকে।
কলকাতা: টলি অভিনেতা বনি সেনগুপ্তকে এদিন তলব করেছে ইডি। বিষয়টি নিয়ে এদিন বিজেপিকে নিশানা করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। নির্বাচনের পরে বিজেপির সঙ্গে আর দেখা যায়নি তাঁকে। সেই প্রসঙ্গ টেনে এনে কুণাল এদিন কটাক্ষ করেন কেন্দ্রের শাসকদলকে।
কুণাল বলেন, "তদন্তের স্বার্থে কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা তদন্তকারীদের ব্যাপার। ঢাক ঢোল পিটিয়ে তিনি (বনি) যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরে আবার থাকতে পারা যায় না বলে বেরিয়ে এসেছেন। বিজেপি করলেও দিলীপ-শুভেন্দুর মতো ডাক পেতেন না। ২০২১ সালে যোগদান করেছিলেন। বিরোধী দলনেতা না হয় গিরগিটি। উনি রাজনীতিকে নিচে নামাচ্ছেন কেন? উনি বলছেন ভোটের সময় অনেকে যায়। ওটা আসলে বিজেপির ব্যাপার। বিজেপিতে কোনও সুস্থ ভাবে থাকা যায় না। বিরোধী দলনেতার ব্যর্থতা যে ধরে রাখতে পারে না। সত্যি সংযোগ থাকলে আইন আইনের পথে চলবে।"
advertisement
প্রসঙ্গত, বনিকে শুক্রবার তলব করা হয়েছিল। কিন্তু একদিন আগে আজকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ১০ মিনিটে হাল্কা গোলাপি রঙের স্ট্রাইপ কুর্তা পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন বনি। লাঞ্চ ব্রেকে বের হন বেলা আড়াইটে নাগাদ। তারপরেও বেশ কিছুক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। ২০১৭ সালে একজন ইভেন্ট অর্গানাইজার হিসাবে বনির সঙ্গে যোগাযোগ করেছিলেন টেট দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ।
advertisement
advertisement
অভিনেতা জানান, সেই অনুষ্ঠান চলাকালীনই তাঁর সঙ্গে প্রথমবার পরিচয় হয় কুন্তলের। তবে সেই সময় তিনি কুন্তল সম্পর্কে কোনও ব্যাকগ্রাউন্ড চেক করেননি। ওই অনুষ্ঠানের পরে একসময় সিনেমায় টাকা নিয়োগ করার ইচ্ছে জানিয়ে তাঁর কাছে আসেন কুন্তল। সেই সময় পূর্ব পরিচিতির বিশ্বাসযোগ্যতা থেকেই তাঁর প্রস্তাবে প্রাথমিক ভাবে রাজি হন তিনি। বনি জানান, সেই সময় কুন্তল তাঁকে গাড়ি কেনার জন্য কিছু টাকাও দেন। পরে অবশ্য বিভিন্ন পুজো উদ্বোধনের মতো ইভেন্টে গিয়ে সেই টাকা পুষিয়ে দিয়েছিলেন তিনি।
advertisement
এদিন বনি জানান, তাঁর কাছ থেকে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত কোনও তথ্য চায়নি ইডি। কিছু নথি চাওয়া হয়েছিল, সেই নথি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন তিনি। অন্যদিকে, এই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলেন, "বনি যদি টাকা নিয়ে থাকেন তাহলে তাকেই ব্যক্তিগতভাবে তার জবাব দিতে হবে। বিজেপি এইসব 'অ্যালাউ' করে না। ভোটের সময় ওরকম অনেক তারকারাই দলে যোগ দেন। ২ মাস ছিলেন বিজেপিতে, এখন আর নেই।"
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Recruitment Scam || Kunal on Bonny: বনিকে ইডি তলব! সুযোগ বুঝে বিজেপিকে 'খোঁচা' দিয়ে যা বললেন কুণাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement