Kunal Ghosh: আরজি কর তদন্তে সিবিআই-কে সাহায্য করতে সিজিও-তে কুণাল, কী তথ্য দেবেন তৃণমূল নেতা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গত শনিবার কুণাল আরজি কর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন৷
কলকাতা: আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ এবার আরজি করা কাণ্ডে তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করার জন্য সিবিআই অফিসে পৌঁছলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা কুণাল ঘোষের৷
কুণাল জানিয়েছেন, আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের পাওয়া তথ্য তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার জন্যই সিবিআই-এর হাতে তুলে দিতে চান তিনি৷ তৃণমূল নেতা জানিয়েছেন, গত কয়েকদিন আরজি করের একাধিক জুনিয়র ডাক্তার মহিলা চিকিৎসককে নির্যাতন এবং হত্যার ঘটনায় তাঁকে বিভিন্ন তথ্য দিয়েছেন৷
এ দিন বেলা সাড়ে এগারোটার হাতে সিজিও কমপ্লেক্সে পৌঁছন কুণাল ঘোষ৷ তৃণমূল নেতা জানিয়েছেন, অন্য একটি মামলায় তাঁর আজ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল৷ এর পাশাপাশি তিনি আরজি কর কাণ্ডের সঙ্গে জড়িত বেশ কিছু তথ্যপ্রমাণও সিবিআই-এর হাতে তুলে দেবেন৷ কুণাল দাবি করেছেন,যাঁরা তাঁকে এই তথ্যপ্রমাণ দিয়েছেন, তাঁরা চেয়েছিলেন এগুলি সিবিআই-এর হাতেই যাক৷
advertisement
advertisement
কুণালের দাবি, ওই চিকিৎসকরা এখনই প্রকাশ্যে আসতে চান না৷ সেই সমস্ত তথ্যই সিবিআই-এর হাতে তুলে দিতে চান তৃণমূল নেতা৷ যদি তদন্তকারীরা মনে করেন ওই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, তাহলে কুণাল সিবিআই-কে সহযোগিতা করতেও রাজি৷
advertisement
গত শনিবার কুণাল আরজি কর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন৷ তিনি দাবি করেন, প্রশাসনের ভুল পদক্ষেপেই মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে৷ আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের পুনর্নিয়োগের সিদ্ধান্তেরও সমালোচনা করেছিলেন কুণাল৷ এবার সিবিআই অফিসে যাচ্ছেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 19, 2024 11:15 AM IST