Kunal Ghosh: আরজি কর তদন্তে সিবিআই-কে সাহায্য করতে সিজিও-তে কুণাল, কী তথ্য দেবেন তৃণমূল নেতা?

Last Updated:

গত শনিবার কুণাল আরজি কর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন৷

সিবিআই-কে সাহায্য করতে চান কুণাল৷
সিবিআই-কে সাহায্য করতে চান কুণাল৷
কলকাতা: আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ এবার আরজি করা কাণ্ডে তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করার জন্য সিবিআই অফিসে পৌঁছলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা কুণাল ঘোষের৷
কুণাল জানিয়েছেন, আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের পাওয়া তথ্য তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার জন্যই সিবিআই-এর হাতে তুলে দিতে চান তিনি৷ তৃণমূল নেতা জানিয়েছেন, গত কয়েকদিন আরজি করের একাধিক জুনিয়র ডাক্তার মহিলা চিকিৎসককে নির্যাতন এবং হত্যার ঘটনায় তাঁকে বিভিন্ন তথ্য দিয়েছেন৷
এ দিন বেলা সাড়ে এগারোটার হাতে সিজিও কমপ্লেক্সে পৌঁছন কুণাল ঘোষ৷ তৃণমূল নেতা জানিয়েছেন, অন্য একটি মামলায় তাঁর আজ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল৷ এর পাশাপাশি তিনি আরজি কর কাণ্ডের সঙ্গে জড়িত বেশ কিছু তথ্যপ্রমাণও সিবিআই-এর হাতে তুলে দেবেন৷ কুণাল দাবি করেছেন,যাঁরা তাঁকে এই তথ্যপ্রমাণ দিয়েছেন, তাঁরা চেয়েছিলেন এগুলি সিবিআই-এর হাতেই যাক৷
advertisement
advertisement
কুণালের দাবি, ওই চিকিৎসকরা এখনই প্রকাশ্যে আসতে চান না৷ সেই সমস্ত তথ্যই সিবিআই-এর হাতে তুলে দিতে চান তৃণমূল নেতা৷  যদি তদন্তকারীরা মনে করেন ওই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, তাহলে কুণাল সিবিআই-কে সহযোগিতা করতেও রাজি৷
advertisement
গত শনিবার কুণাল আরজি কর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন৷ তিনি দাবি করেন, প্রশাসনের ভুল পদক্ষেপেই মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে৷ আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের পুনর্নিয়োগের সিদ্ধান্তেরও সমালোচনা করেছিলেন কুণাল৷ এবার সিবিআই অফিসে যাচ্ছেন তিনি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: আরজি কর তদন্তে সিবিআই-কে সাহায্য করতে সিজিও-তে কুণাল, কী তথ্য দেবেন তৃণমূল নেতা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement