কমেছে ওজন, প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থর 'দুর্দশা' দেখে এলেন কুণাল! তবে দূর থেকেই

Last Updated:

জেল বন্দি থাকার সময় তাঁর যাঁরা সহ বন্দি ছিলেন, তাঁদের জন্যই আজ পুজোর উপহার নিয়ে প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন কুণাল ঘোষ৷


পার্থকে দেখে এলেন কুণাল৷
পার্থকে দেখে এলেন কুণাল৷
কলকাতা: একটা সময় ছিল, কুণাল ঘোষ তখন প্রেসিডেন্সি জেলে বন্দি৷ আর পার্থ চট্টোপাধ্যায় তখন রাজ্যের দাপুটে মন্ত্রী, শাসক দলের অন্যতম শীর্ষ নেতা৷
কয়েক বছরের তফাতে ছবিটা সম্পূর্ণ উল্টে গিয়েছে৷ কুণাল এখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র৷ আর পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে সেই প্রেসিডেন্সি জেলেই বন্দি৷ সেই প্রেসিডেন্সি জেলেই পার্থকে দেখে এলেন কুণাল৷ তবে একেবারে সামনে থেকে মুখোমুখি সাক্ষাৎ নয়৷ বরং সিসিটিভি-র মাধ্যমেই জেলের ভিতরে আগের তুলনায় অনেকটা শীর্ণকায় পার্থকে দেখে এলেন কুণাল৷
advertisement
advertisement
জেল বন্দি থাকার সময় তাঁর যাঁরা সহ বন্দি ছিলেন, তাঁদের জন্যই আজ পুজোর উপহার নিয়ে প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন কুণাল ঘোষ৷ জেল সুপারের ঘরে বসেছিলেন তৃণমূল নেতা৷ তখনই জেলে থাকা সিসিটিভি ফুটেজে পার্থকে দেখতে পান কুণাল৷ ফলে দু জনের মুখোমুখি কথা হওয়ার কোনও অবকাশ ছিল না৷ সিসিটিভি-র মাধ্যমেই পার্থকে দেখে ফিরে আসেন কুণাল৷
advertisement
পরে ঘনিষ্ঠ মহলে কুণাল জানান, দূর থেকে দেখে মনে হয়েছে জেল বন্দি থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ওজন অনেকটাই কমেছে৷ কুণাল যে সময় প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন, সেই সময় পার্থকে দেখতে জেলের চিকিৎসকও এসেছিলেন৷
এমনিতে তৃণমূলে থাকাকালীনও পার্থ চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষের সম্পর্ক খুব একটা ভাল ছিল না৷ সারদা কাণ্ডে কুণাল গ্রেফতার হওয়ার পর তীর্যক মন্তব্য করেছিলেন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ আবার পার্থ ইডি-র হাতে গ্রেফতার হতেই যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল৷ এ দিন অবশ্য পার্থর দুর্দশা দেখে খারাপই লেগেছে কুণালের৷ ঘনিষ্ট মহলে সেকথা তিনি জানিয়েছেনও৷ জেল জীবনের যন্ত্রণার কথা িতনি নিজেও ভালই জানেন!
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
কমেছে ওজন, প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থর 'দুর্দশা' দেখে এলেন কুণাল! তবে দূর থেকেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement