Mamata Banerjee: পুজোয় 'ছুটি' নেই দলের বিধায়কদের, মন্ত্রিসভার বৈঠকেই সতর্কবার্তা মমতার

Last Updated:

পায়ে চোটের কারণে বিশ্রামে থাকায় এ দিন মুখ্যমন্ত্রীর বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: সামনে দুর্গা পুজো সহ উৎসবের মরশুম৷ তার উপরে বাড়ছে ডেঙ্গির দাপট৷ এই পরিস্থিতিতে দলের বিধায়করা যাতে নিজেদের এলাকা ছেড়ে দলের অনুমতি না নিয়ে কোথাও না যান, সেই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন কালীঘাটে নিজের বাসভবনে মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
কিন্তু কেন হঠাৎ বিধায়কদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, শাসক দলেরই এক বিধায়ক দলীয় নেতৃত্বকে কিছু না জানিয়েই আচমকা ব্যাঙ্কক বেড়াতে চলে গিয়েছেন৷ দলের নেতাদের মাধ্যমে সেই খবর এসে পৌঁছয় তৃণমূলনেত্রীর কানেও৷ সূত্রের খবর, সেই প্রসঙ্গ তুলেই এ দিন দলের বাকি বিধায়কদের সতর্কবার্তা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী৷ একান্তই যদি কোনও বিধায়ক বাইরে যান, সেক্ষেত্রে দলের উচ্চ নেতৃত্বকে জানিয়ে অনুমতি নিতে হবে৷
advertisement
advertisement
পায়ে চোটের কারণে বিশ্রামে থাকায় এ দিন মুখ্যমন্ত্রীর বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল৷ পুজোর মুখে এবং লোকসভা নির্বাচনের ঠিক আগে পুলিশে বিপুল নিয়োগের সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷
মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুলিশে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল৷ সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যে ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে৷ এর মধ্যে ৮৪০০ পুরুষ কনস্টেবল এবং ৩৬০০ মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: পুজোয় 'ছুটি' নেই দলের বিধায়কদের, মন্ত্রিসভার বৈঠকেই সতর্কবার্তা মমতার
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement