Mamata Banerjee: 'পায়ে সংক্রমণ...!' পুজো সম্ভবত বাড়িতেই কাটাবেন মমতা! কার্নিভালেই দেখবেন ঠাকুর
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee: শারীরিক অসুস্থতার কারণে এবার আর পুজোর উদ্বোধনে বেরতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুজোর উদ্যোক্তাদের নিরাশ করলেন না মমতা।
কলকাতা: শারীরিক অসুস্থতার কারণে এবার আর পুজোর উদ্বোধনে বেরতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুজোর উদ্যোক্তাদের নিরাশ করলেন না মমতা। ভার্চুয়ালি পুজোর উদ্বোধনে সামিল হয়েছেন তিনি। শ্রীভূমি স্পোর্টিং, টালা প্রত্যয়-সহ কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি বড় পুজোর আজ ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যের মোট ৮০০-র বেশি পুজোর আজ ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।
তবে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেও পুজোয় এবার সম্ভবত বাড়িতেই থাকছেন মুখ্যমন্ত্রী। আজ কালীঘাটে মন্ত্রিসভার বৈঠকের পরে মমতা জানান, চিকিৎসকের পরামর্শে বাড়িতেই থাকতে হচ্ছে তাঁকে। মমতা বলেন, “আস্তে আস্তে রিকভারি করেছি। আমাকে ডাক্তাররা মানা করেছেন।তোমাদের সঙ্গে আমার দেখা হবে ২৭ তারিখে কার্নিভালে।”
advertisement
advertisement
মমতা জানান, “পা’টা এখনও ব্যান্ডেজ করা আছে। হেলিকপ্টার থেকে যখন পড়ে গিয়েছিলাম তখনই পায়ে চোট পেয়েছিলাম। বিদেশে যখন গেলাম তখন আমাদেরই ভুল,পাটা নিয়ে খুব চলতে হয়েছিল। চিকিৎসকরা আমাকে বলেছেন আরও কয়েকদিন পা টাকে বিশ্রাম দিতে।
শ্রীভূমিতে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে পুজোর উদ্যোক্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ মমতার। বললেন, “শ্রীভূমিতে প্রতি বছর খুব ভিড় হয়। পুলিশের সঙ্গে সহযোগিতা করে বিষয়টি দেখবেন। ২৭ তারিখ পুজোর কার্নিভালে আপনাদের সঙ্গে দেখা হবে।” অন্যদিকে হাতিবাগান সর্বজনীনে ভলান্টিয়ারদের ইউনিফর্ম করা হয়েছে নীল-সাদা। এই ইউনিফর্ম বেশ পছন্দ হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমার খুব পছন্দ হয়েছে।” হাতিবাগানের প্রতিমাও বেশ পছন্দ হয় মমতার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 12, 2023 5:43 PM IST








