Kunal Ghosh: দুর্গাপুর কাণ্ডে শুভেন্দুকে কটাক্ষ কুণালের! বিজেপি শাসিত রাজ্যের ‘অবস্থা’ নিয়ে আক্রমণ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kunal Ghosh: কেন মুখ্যমন্ত্রী দুর্গাপুর যাননি, শুভেন্দুর এই অভিযোগের প্রেক্ষিতে কুণাল বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে, সেটা শিখতে হবে না ওঁর কাছ থেকে।''
কলকাতা: দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা না বলায়, নিজে দুর্গাপুর না যাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেই সঙ্গে গণধর্ষণের মতো নক্কারজনক কাণ্ড নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। এবার সেই প্রসঙ্গেই পাল্টা শুভেন্দুকে একহাত নিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
advertisement
কেন মুখ্যমন্ত্রী দুর্গাপুর যাননি, শুভেন্দুর এই অভিযোগের প্রেক্ষিতে কুণাল বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে, সেটা শিখতে হবে না ওঁর কাছ থেকে। উনি আবার এগুলো বোঝেন ভাল। কখন তৃণমূলে থাকতে হবে, কখন কোথায় ডাক পড়লে বিজেপিতে যেতে হবে।” বস্তুত কুণালের এই মন্তব্যের কারণ যে শুভেন্দুর অতীতের ‘দলবদল‘, তা নিয়ে নিঃসন্দেহ অনেকেই।
advertisement
advertisement
কুণালের সংযোজন, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশ দিয়ে দোষীদের গ্রেফতার করিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা। তা করা হচ্ছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে যেতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন কোথায়, তিনি উত্তরবঙ্গে দুর্গত মানুষের পাশে আছেন।”
advertisement
তবে, তৃণমূল মুখপাত্র আরও বলেন, ”দুর্গাপুরের ঘটনা অত্যন্ত বাজে ঘটনা। একজন ডাক্তারি ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এই ধরনের ঘটনা সারা দেশে ঘটছে। শুধু বাংলায় ঘটছে, তা নয়। রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরপর অ্যারেস্ট শুরু হয়েছে। মহিলা কমিশন তো বেছে বেছে যায়। ওড়িশায় তো পরপর ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটছে। পুরীর সমুদ্র সৈকতে পর্যটকদের ধর্ষণ করা হয়েছে। কিন্তু কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 5:03 PM IST