Kolkata Metro: এবার বেলগাছিয়ায় মরণ ঝাঁপ, সপ্তাহের শুরুতেই মেট্রোয় জোড়া বিপত্তি! অফিস টাইমে নাকাল যাত্রীরা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro: টানেলে জল জমে যাওয়ায় সোমবার সকাল থেকেই আংশিক ভাবে ব্যাহত ছিল মেট্রো পরিষেবা।
কলকাতা: টানেলে জল জমে যাওয়ায় সোমবার সকাল থেকেই আংশিক ভাবে ব্যাহত ছিল মেট্রো পরিষেবা। কিছুক্ষণ আগেই স্বাভাবিক হয়। তবে তার পরেই ফের বিপত্তি। বেলগাছিয়া মেট্রোর আপ লাইনে ঝাঁপের চেষ্টা হয়েছে বলেই সূত্রের খবর। ফলে আবার বিঘ্নিত পরিষেবা। বর্তমানে গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে।
সেন্ট্রাল পার্ক-চাঁদনির মাঝে সুড়ঙ্গতে জল জমে থাকায় সোমবার সকাল ৯ টা থেকে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। প্রায় ১১ টা পর্যন্ত আংশিক ভাবে মেট্রো পরিষেবা বন্ধ থাকে। মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল। ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো চালানো হয়েছে মেট্রো।
advertisement
advertisement
advertisement
মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার কিছুক্ষণের মধ্যেই বেলঘরিয়ায় ঝাঁপের চেষ্টার খবরে ছড়ায় চাঞ্চল্য। সপ্তাহের শুরুর দিনে মেট্রোল গণ্ডগোলে সমস্যায় পড়েছেন একাধিক যাত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 12:17 PM IST