Monsoon Hacks: সাদা সাদা হয়ে গিয়েছে দেওয়াল-মেঝে? বর্ষায় ড্যাম্প ধরে ভেজা ভাব? ৬ উপায় জেনে নিন, বৃষ্টি যতই হোক, ড্যাম্প আর ধরবে না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Monsoon Hacks: বাড়ির দেওয়াল, মেঝের ড্যাম্প পরিরাবের লোকজনের স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব ফেলে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের উপর। আদ্রতার প্রভাবে ঠান্ডা লাগা, শ্বাসকষ্টের মতো সমস্যাও হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দেওয়ালের আশপাশে আর্দ্রতা প্রতিরোধের পাশাপাশি এটি নিশ্চিত করা জরুরি যে বাড়ির ভিতরে পর্যাপ্ত বায়ুচলাচল ব্যবস্থা রয়েছে। বিশেষত মেঝের ড্যাম্প প্রতিরোধ করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায়শই পেইন্ট শেষ হওয়ার পর দেওয়ালে জমা আর্দ্রতা অন্য দেওয়ালেও ছড়িয়ে পড়ে। তাই পেইন্ট বেছে নেওয়ার সময় জলরোধী ভিত্তি এবং অ্যান্টি-মোল্ড প্রোপার্টি-সহ ওয়াটারবেসড পেইন্ট ব্যবহার করুন।
advertisement
advertisement
advertisement
advertisement