রেড রোড কাণ্ডের অভিযুক্তদের সঙ্গে যোগ নেই তৃণমূলের: ডেরেক
Last Updated:
রেড রোড কাণ্ডে অভিযুক্তদের কোনও যোগ নেই তৃণমূলের, তা দলের তরফে বিবৃতি দিয়ে নিশ্চিত করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ বুধবার রেড রোডে প্রজাতান্ত্রিক দিবসের জন্য কুচকাওয়াজের প্র্যাকটিস চলাকালীন বন্ধ রাস্তায় ঢুকে এক বায়ুসেনা কর্মীকে পিষে দেয় এক অডি চালক ৷ তদন্তে জানা যায় গাড়িটির মালিক বড়বাজারের প্রাক্তন আরজেডি বিধায়ক মহম্মদ সোহরাবের ছেলে আম্বিয়া সোহরাব ৷ মহম্মদ সোহরাব বর্তমানে তৃণমূল নেতা ৷ তাই স্বভাবতই প্রশ্ন ওঠে, কোনও রাজনৈতিক চাপেই কি ঘটনার চার দিনের মাথাতেও অভিযুক্তরা অধরা ? সেই জল্পনার অবসান ঘটাতেই ডেরেকের এই বিবৃতি ৷
#কলকাতা: রেড রোড কাণ্ডে অভিযুক্তদের তৃণমূল যোগের তথ্যকে নস্যাৎ করে দলের তরফে বিবৃতি দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ বুধবার রেড রোডে প্রজাতান্ত্রিক দিবসের জন্য কুচকাওয়াজের প্র্যাকটিস চলাকালীন বন্ধ রাস্তায় ঢুকে এক বায়ুসেনা কর্মীকে পিষে দেয় এক অডি চালক ৷ তদন্তে জানা যায় গাড়িটির মালিক বড়বাজারের প্রাক্তন আরজেডি বিধায়ক মহম্মদ সোহরাবের ছেলে আম্বিয়া সোহরাব ৷ মহম্মদ সোহরাব বর্তমানে তৃণমূল নেতা ৷ তাই স্বভাবতই প্রশ্ন ওঠে, কোনও রাজনৈতিক চাপেই কি ঘটনার চার দিনের মাথাতেও অভিযুক্তরা অধরা ? সেই জল্পনার অবসান ঘটাতেই ডেরেকের এই বিবৃতি ৷
তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে শনিবার ডেরেক ও’ব্রায়েন জানান, ‘অভিযুক্তদের সঙ্গে কোনও যোগ নেই তৃণমূলের ৷ অভিযুক্তের বাবা সাধারণ রাজনৈতিক কর্মী ৷ যিনি বাম সমর্থনে বিধায়ক হয়েছিলেন ২০০৬-এ ৷ তৃণমূলের সঙ্গে তাঁরও কোনও সম্পর্ক নেই ৷ তৃণমূলের কোনও বৈঠকেও তাঁরা থাকেননি ৷ এমনকী কোনও দলীয় পদের সঙ্গেও তারা যুক্ত নন ৷’ এর পাশাপাশি ডেরেক এদিন আশ্বাস দেন, আইনের পথেই অভিযুক্তদের কড়া শাস্তি হবে ৷ তদন্ত পুরোদমে চলছে ৷ অভিযুক্তরা তাড়াতাড়িই ধরা পড়বে বলে আশা করছেন ডেরেক ও’ব্রায়েন ৷
advertisement
Trinamool statement issued at 4 pm | Red Road incident Statement by Derek O'Brien pic.twitter.com/G7vGdWzRNu
— AITC (@AITCofficial) January 16, 2016
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2016 6:03 PM IST