রেড রোড কাণ্ডের অভিযুক্তদের সঙ্গে যোগ নেই তৃণমূলের: ডেরেক

Last Updated:

রেড রোড কাণ্ডে অভিযুক্তদের কোনও যোগ নেই তৃণমূলের, তা দলের তরফে বিবৃতি দিয়ে নিশ্চিত করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ বুধবার রেড রোডে প্রজাতান্ত্রিক দিবসের জন্য কুচকাওয়াজের প্র্যাকটিস চলাকালীন বন্ধ রাস্তায় ঢুকে এক বায়ুসেনা কর্মীকে পিষে দেয় এক অডি চালক ৷ তদন্তে জানা যায় গাড়িটির মালিক বড়বাজারের প্রাক্তন আরজেডি বিধায়ক মহম্মদ সোহরাবের ছেলে আম্বিয়া সোহরাব ৷ মহম্মদ সোহরাব বর্তমানে তৃণমূল নেতা ৷ তাই স্বভাবতই প্রশ্ন ওঠে, কোনও রাজনৈতিক চাপেই কি ঘটনার চার দিনের মাথাতেও অভিযুক্তরা অধরা ? সেই জল্পনার অবসান ঘটাতেই ডেরেকের এই বিবৃতি ৷

#কলকাতা: রেড রোড কাণ্ডে অভিযুক্তদের তৃণমূল যোগের তথ্যকে নস্যাৎ করে দলের তরফে বিবৃতি দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ বুধবার রেড রোডে প্রজাতান্ত্রিক দিবসের জন্য কুচকাওয়াজের প্র্যাকটিস চলাকালীন বন্ধ রাস্তায় ঢুকে এক বায়ুসেনা কর্মীকে পিষে দেয় এক অডি চালক ৷ তদন্তে জানা যায় গাড়িটির মালিক বড়বাজারের প্রাক্তন আরজেডি বিধায়ক মহম্মদ সোহরাবের ছেলে আম্বিয়া সোহরাব ৷ মহম্মদ সোহরাব বর্তমানে তৃণমূল নেতা ৷ তাই স্বভাবতই প্রশ্ন ওঠে, কোনও রাজনৈতিক চাপেই কি ঘটনার চার দিনের মাথাতেও অভিযুক্তরা অধরা ? সেই জল্পনার অবসান ঘটাতেই ডেরেকের এই বিবৃতি ৷
তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে শনিবার ডেরেক ও’ব্রায়েন জানান, ‘অভিযুক্তদের সঙ্গে কোনও যোগ নেই তৃণমূলের ৷ অভিযুক্তের বাবা সাধারণ রাজনৈতিক কর্মী ৷ যিনি বাম সমর্থনে বিধায়ক হয়েছিলেন ২০০৬-এ ৷ তৃণমূলের সঙ্গে তাঁরও কোনও সম্পর্ক নেই ৷ তৃণমূলের কোনও বৈঠকেও তাঁরা থাকেননি ৷ এমনকী কোনও দলীয় পদের সঙ্গেও তারা যুক্ত নন ৷’ এর পাশাপাশি ডেরেক এদিন আশ্বাস দেন, আইনের পথেই অভিযুক্তদের কড়া শাস্তি হবে ৷ তদন্ত পুরোদমে চলছে ৷ অভিযুক্তরা তাড়াতাড়িই ধরা পড়বে বলে আশা করছেন ডেরেক ও’ব্রায়েন ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রেড রোড কাণ্ডের অভিযুক্তদের সঙ্গে যোগ নেই তৃণমূলের: ডেরেক
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement