রেড রোড কাণ্ডের অভিযুক্তদের সঙ্গে যোগ নেই তৃণমূলের: ডেরেক

Last Updated:

রেড রোড কাণ্ডে অভিযুক্তদের কোনও যোগ নেই তৃণমূলের, তা দলের তরফে বিবৃতি দিয়ে নিশ্চিত করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ বুধবার রেড রোডে প্রজাতান্ত্রিক দিবসের জন্য কুচকাওয়াজের প্র্যাকটিস চলাকালীন বন্ধ রাস্তায় ঢুকে এক বায়ুসেনা কর্মীকে পিষে দেয় এক অডি চালক ৷ তদন্তে জানা যায় গাড়িটির মালিক বড়বাজারের প্রাক্তন আরজেডি বিধায়ক মহম্মদ সোহরাবের ছেলে আম্বিয়া সোহরাব ৷ মহম্মদ সোহরাব বর্তমানে তৃণমূল নেতা ৷ তাই স্বভাবতই প্রশ্ন ওঠে, কোনও রাজনৈতিক চাপেই কি ঘটনার চার দিনের মাথাতেও অভিযুক্তরা অধরা ? সেই জল্পনার অবসান ঘটাতেই ডেরেকের এই বিবৃতি ৷

#কলকাতা: রেড রোড কাণ্ডে অভিযুক্তদের তৃণমূল যোগের তথ্যকে নস্যাৎ করে দলের তরফে বিবৃতি দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ বুধবার রেড রোডে প্রজাতান্ত্রিক দিবসের জন্য কুচকাওয়াজের প্র্যাকটিস চলাকালীন বন্ধ রাস্তায় ঢুকে এক বায়ুসেনা কর্মীকে পিষে দেয় এক অডি চালক ৷ তদন্তে জানা যায় গাড়িটির মালিক বড়বাজারের প্রাক্তন আরজেডি বিধায়ক মহম্মদ সোহরাবের ছেলে আম্বিয়া সোহরাব ৷ মহম্মদ সোহরাব বর্তমানে তৃণমূল নেতা ৷ তাই স্বভাবতই প্রশ্ন ওঠে, কোনও রাজনৈতিক চাপেই কি ঘটনার চার দিনের মাথাতেও অভিযুক্তরা অধরা ? সেই জল্পনার অবসান ঘটাতেই ডেরেকের এই বিবৃতি ৷
তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে শনিবার ডেরেক ও’ব্রায়েন জানান, ‘অভিযুক্তদের সঙ্গে কোনও যোগ নেই তৃণমূলের ৷ অভিযুক্তের বাবা সাধারণ রাজনৈতিক কর্মী ৷ যিনি বাম সমর্থনে বিধায়ক হয়েছিলেন ২০০৬-এ ৷ তৃণমূলের সঙ্গে তাঁরও কোনও সম্পর্ক নেই ৷ তৃণমূলের কোনও বৈঠকেও তাঁরা থাকেননি ৷ এমনকী কোনও দলীয় পদের সঙ্গেও তারা যুক্ত নন ৷’ এর পাশাপাশি ডেরেক এদিন আশ্বাস দেন, আইনের পথেই অভিযুক্তদের কড়া শাস্তি হবে ৷ তদন্ত পুরোদমে চলছে ৷ অভিযুক্তরা তাড়াতাড়িই ধরা পড়বে বলে আশা করছেন ডেরেক ও’ব্রায়েন ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
রেড রোড কাণ্ডের অভিযুক্তদের সঙ্গে যোগ নেই তৃণমূলের: ডেরেক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement