সিভিক পুলিশ নিয়োগ মামলায় ফের ভৎর্সিত রাজ্য

Last Updated:

সিভিক পুলিশ নিয়োগ মামলায় ফের কলকাতা হাইকোর্টে তীব্র ভৎর্সনার মুখে পড়ল রাজ্য সরকার ৷ সোমবার বিচারপতির প্রশ্নবাণে আদালতে জর্জরিত রাজ্য সরকারের আইনজীবীরা ৷ ইন্টারভিউ প্রক্রিয়ার সময় ও ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি রাজ্য সরকারের আইনজীবীরা ৷ মঙ্গলবারের মধ্যে ফের ইন্টারভিউ পর্ব ও নিয়োগ প্রক্রিয়ার বিশদ নথি পেশের নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

 #কলকাতা: সিভিক পুলিশ নিয়োগ মামলায় ফের কলকাতা হাইকোর্টে তীব্র ভৎর্সনার মুখে পড়ল রাজ্য সরকার ৷ সোমবার বিচারপতির প্রশ্নবাণে আদালতে জর্জরিত রাজ্য সরকারের আইনজীবীরা ৷ ইন্টারভিউ প্রক্রিয়ার সময় ও ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি রাজ্য সরকারের আইনজীবীরা ৷ মঙ্গলবারের মধ্যে ফের ইন্টারভিউ পর্ব ও নিয়োগ প্রক্রিয়ার বিশদ নথি পেশের নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷
একদিনে ৮৭৫ জনের ইন্টারভিউ ও নিয়োগের তথ্য দেখে বিস্মিত বিচারক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, ‘১ দিনে ৮৭৫ জনের ইন্টারভিউ কী করে সম্ভব? ১ দিনে ১৪৪০ মিনিটে ৮৭৫ জনের ইন্টারভিউ! এমন ইন্টারভিউ কে নিয়েছেন? তাঁদের কি একাধিক মাথা?’ইন্টারভিউয়ারদের নাম জানতে চেয়ে বিচারপতির শ্লেষপূর্ণ মন্তব্য করে বলেন, এমন প্রতিভাবান লোকেদের তো হাইকোর্টের বিচারপতি করে দেওয়া উচিত তাড়াতাড়ি মামলা শেষ করতে পারবেন ৷ এদিন ফের রাজ্য সরকারের আইনজীবীদের তিরস্কার করে বিচারক মঙ্গলবারের মধ্যে সমস্ত বিশদ নথি পেশের নির্দেশ দিয়ে বলেন, ‘ইন্টারভিউয়ের সব তথ্য কালকের মধ্যে দিতে হবে ৷ না পারলে বুঝব জালিয়াতি হচ্ছে?’
advertisement
২০১৩ সালের সিভিক পুলিশ নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বাঁকুড়ার দশ চাকরিপ্রার্থী। এই মামলার শুনানিতে বৃহস্পতিবার রাজ্যের কাছে হলফনামা তলব করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সিভিক পুলিশ নিয়োগের পদ্ধতি সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। সিভিক পুলিশ নিয়োগে অনিয়ম থাকতে পারে বলেও মন্তব্য করেন বিচারপতি। ওইদিন রাজ্যকে নিয়োগ সংক্রান্ত পদ্ধতি সবিস্তারে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ৷ যতদিন না তা হচ্ছে ততদিন সিভিক পুলিশে নতুন করে নথিভুক্তকরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল আদালত ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিভিক পুলিশ নিয়োগ মামলায় ফের ভৎর্সিত রাজ্য
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement