ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’, পুজোর আগেই লণ্ডভণ্ড হতে পারে কলকাতা
Last Updated:
#কলকাতা: ইতিমধ্যে শহর জুড়ে পুজো পুজো ভাব ৷ কলকাতার বেশ কয়েকটি প্যান্ডেলে উদ্ধোধন হয়ে গিয়েছে ৷ এরই মধ্যে অল্প স্বল্প লোকজন কাজের ব্যস্ততাতে থেকে সময় নিয়ে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে ৷ তবে আগামী কয়েকদিনে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে হাওয়া অফিস খুব একটা সুখবর দিতে পারল না ৷ একদিকে যেমন চরম গরমে নাজেহাল অবস্থা, ঠিক তখনই আলিপুর আবহাওয়া অফিস জানিয়ে দিল গরম কেটে এবার ঘূর্ণি ঝড়ের পালা ৷
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় এ পরিণত। ঘূর্ণিঝড় এর নাম তিতলি। ১১ অক্টোবর সকালের দিকে অন্ধ্র ও ওড়িশা উপকূলে ১০০ কিমি বেগে আছড়ে পড়ার সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কাল থেকে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ দুই ২৪ পরগনা,২ মেদিনীপুর,হাওড়াতেও বৃষ্টি ৷ বৃহস্পতি-শুক্রবারও গাঙ্গেয় পঃবঙ্গে ভারী বৃষ্টি ৷ মঙ্গলবার থেকেই সমুদ্রে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের ৷ ওড়িশা-অন্ধ্র উপকূল থেকে ৫০০ কিমি দূরে নিম্নচাপ
advertisement
advertisement
আগামী ২৪ ঘণ্টায় তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে ৷ ৭২ ঘণ্টার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা ৷ এর জেরেই রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2018 5:16 PM IST