Kolkata Water Service Closed: ৩১ জানুয়ারি দক্ষিণ কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ, কোন কোন এলাকায় ভোগান্তির আশঙ্কা, কবে স্বাভাবিক হবে পরিষেবা?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Kolkata Water Service Closed: আগামী শনিবার, ৩১ জানুয়ারি কলকাতার দক্ষিণের বেশ কিছু এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকালের জল সরবরাহের পর বন্ধ থাকবে পরিষেবা।
কলকাতা: আগামী শনিবার, ৩১ জানুয়ারি কলকাতার দক্ষিণের বেশ কিছু এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকালের জল সরবরাহের পর বন্ধ থাকবে পরিষেবা। আগামী ১ ফেব্রুয়ারি সকাল থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে।
দুপুর ও রাতের পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকালে পানীয় জল সরবরাহ স্বাভাবিক থাকবে। গার্ডেনরিচ জল প্রকল্পের মেরামতির কাজের জন্য এই শাট-ডাউন বলে হাউসে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-শীত চলে গেলেও কড়াইশুঁটি খেতে চান? আজই করুন ছোট্ট ৩ কাজ, সারাবছর পাবেন টাটকা তাজা সবুজ মটর, রইল সিক্রেট ট্রিকস
এর ফলে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা, ঠাকুরপুকুর ও জোকা এলাকার ন’টি বরো এলাকায় প্রভাব পড়বে। কোথাও সারাদিন বন্ধ থাকবে জল পরিষেবা। আবার কোথাও আংশিকভাবে জল সরবরাহ ব্যাহত হবে।
advertisement
advertisement
আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! শনির রাশিতে সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরল রাজযোগ, ৬ রাশির পোয়া বারো, ফেব্রুয়ারিতে ভাগ্য খুলবে কাদের
গার্ডেনরিচের এই পাম্পিং স্টেশন থেকে রোজ প্রায় ১৭ থেকে ১৮ কোটি গ্যালন জল সরবরাহ করা হয়। এবং যেখান থেকে বেহালা, মহেশতলা, গার্ডেনরিচ-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জল পৌঁছে যায়। ৩১ জানুয়ারি জল সরবরাহ বন্ধ থাকলে সাধারণ মানুষ যে বেশ সমস্যায় পড়বেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 3:04 PM IST







