বহু বছর পর উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় উজ্জ্বল কলকাতা

Last Updated:

দশম স্থান পেয়েছেন নবনালন্দা হাইস্কুলের তীর্থ শঙ্খ বাছার ও পাথফাইন্ডার পাবলিক স্কুলের সায়নী দত্ত । এদের প্রাপ্ত নম্বর ৪৮১ ।

#কলকাতা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মেধাতালিকা মানেই কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে যাবে জেলা । বেশ কয়েক বছর ধরে এই ধারাই বজায় ছিল । পাশের হারে অন্যান্য জেলার থেকে এগিয়ে থাকলেও মেধাতালিকায় পিছিয়ে পড়েছিল কলকাতা । বহু বছর পর ফের মেধাতালিকায় উজ্জ্বল কলকাতা ।
এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম দশ স্থানের মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৮০ জন । যার মধ্যে ১০ জন রয়েছেন কলকাতার । আর কোনও জেলা থেকেই একসঙ্গে এতজন মেধাতালিকায় স্থান পাননি ।
advertisement
যাদবপুর বিদ্যাপীঠ স্কুল থেকে পঞ্চম স্থান পেয়েছেন অভ্রদীপ্তা ঘোষ । তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৬ । একই নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন যোধপুর পার্কের পাথফাইন্ডার এইচএস পাবলিক হাইস্কুলের অরিত্র রায় । ষষ্ঠ স্থান পেয়েছেন পাঠভবন স্কুলের তন্নিষ্ঠা মণ্ডল ও নবনালন্দা হাইস্কুলের সাগ্নিক তালুকদার । তাদের প্রাপ্ত নম্বর ৪৮৫ ।
advertisement
৪৮৪ নম্বর পেয়ে সপ্তম হয়েছেন বেথুন কলেজিয়েট স্কুলের দিশা ঘোষ । ৪৮৩ নম্বর পেয়ে অষ্টম স্থান পেয়েছেন কৃষ্ণপুর আদর্শ বিদ্যান্দিরের বিশ্বজিত্ দত্ত ।
নবম স্থানে রয়েছেন বিদ্যাভারতী গার্লস হাইস্কুলের শ্রেয়সী গাঙ্গুলি ও অন্ধ্র অ্যাসোসিয়েশন হাইস্কুলের নিশা যাদব । এরা দুজনেই পেয়েছেন ৪৮২ নম্বর ।
দশম স্থান পেয়েছেন নবনালন্দা হাইস্কুলের তীর্থ শঙ্খ বাছার ও পাথফাইন্ডার পাবলিক স্কুলের সায়নী দত্ত । এদের প্রাপ্ত নম্বর ৪৮১ ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বহু বছর পর উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় উজ্জ্বল কলকাতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement