Kolkata News: দোকানের মধ্যে প্যাকেট-প্যাকেট ওগুলো কী? বড়বাজারে হানা দিয়ে তাজ্জব পুলিশ

Last Updated:

Kolkata News: বড়বাজারে হানা দিয়ে সবুজ রঙ করা ভেজাল মৌরির চক্র ধরল কলকাতা পুলিশের ইবি।

কলকাতা পুলিশের সাফল্য
কলকাতা পুলিশের সাফল্য
#কলকাতা: খাবার পরে কাঁচা মৌরি যদি একটু মুখে দেওয়া যায় তাহলে মুখের স্বাদটাই বদলে যায়।বিয়ে বাড়ি থেকে পানের দোকান সবুজ কাঁচা মৌরির চাহিদা তুঙ্গে।বাজারে ফ্যামিলি ব্র্যান্ড নামে একটি কোম্পানির প্রস্তুত করা মৌরি পাওয়া যায়। যেটা কাঁচা মৌরি হিসাবেই বাজারে চলে।আসলে কি জানেন ওটি কাঁচা নয়!ওই মৌরি আসলে রং করা। অনেকেই বলেন সবুজ 'স্নোসেম কালার' করা। এই কাঁচা মৌরি প্রতিদিন টনকে টন বিক্রি হচ্ছে কলকাতা বড়বাজারের পোস্তা মার্কেটে।
বেশ কিছুদিন ধরে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বিষয়টির উপর লক্ষ্য রাখছিল। শনিবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক, যুগলকিশোর দা দলবল নিয়ে ৪৫বি, কালিকৃষ্ণ টেগোর লেনে'মা কামাখ্যা এন্টারপ্রাইজ ' নামে একটি দোকানে হানা দেয়।সেখান থেকে দেড়শ কেজি সবুজ মৌরি উদ্ধার করে গোয়েন্দারা। এর আগে মৌরি সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
advertisement
advertisement
যুগল বাবুর দাবি, 'পরীক্ষায় জানা গেছে ইন্ডাস্ট্রিয়াল রং দিয়ে সবুজ রং করা হয় মৌরি।যা মানুষের স্বাস্থ্যের পক্ষে হানিকর।' তিনি খাদ্যে ভেজাল ও অপরাধ চক্র চালানোর জন্য দোকানের মালিক অরুন কুমার গুপ্তা এবং ওই দোকানের অন্যান্য মালিকদের গ্রেফতার করেন।  বিশেষজ্ঞদের দাবি, ''আমাদের রাজ্যে খাদ্যে ভেজাল প্রায় শীর্ষ স্থানে রয়েছে, কলকাতার বড়বাজার এলাকা।এতটাই ঘিঞ্জি বাজার,যার ফলে পুলিশের খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হয়।ইদানিং কালে কলকাতা পুলিশের এনফর্সমেন্ট ব্রাঞ্চ সক্রিয় হওয়ার জন্য,একে একে ধরা পড়ছে এই অপরাধ চক্র।  তবে খাদ্যে ভেজালের পদ্ধতি দিনের পর দিন বদলাচ্ছে।''
advertisement
সূত্রের খবর,কলকাতা ছেড়ে কলকাতার বাইরেও এই অপরাধ চক্র বেড়ে উঠছে।সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অতটা সক্রিয় না।  এই বিষয়ে যাদবপুর বিশ্ব বিদ্যালিয়ের গবেষক ডঃ প্রশান্ত বিশ্বাস বলেন,'ইন্ডাস্ট্রিয়াল রঙে লেড থেকে আরম্ভ করে ভারী মেটাল রয়েছে।যা খেলে মানুষের দেহে ভয়ংকর ক্ষতি হতে পারে।ইন্ডাস্ট্রিয়াল রঙে টাইপ টু কারসিনোজেন রয়েছে।যা ক্যান্সারের ও কারণ।এটাতে মেলাটাইট গ্রিন থাকে,যার ফলে জেনেটিক পরিবর্তন হতে পারে মানুষের।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: দোকানের মধ্যে প্যাকেট-প্যাকেট ওগুলো কী? বড়বাজারে হানা দিয়ে তাজ্জব পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement