Kolkata Police - Murlidhar Sharma: কলকাতা পুলিশে বড় রদবদল! মুরলীধর শর্মার বদলি! তাঁর জায়গায় আসছেন প্রণব কুমার
- Published by:Piya Banerjee
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Kolkata Police - Murlidhar Sharma: বুধবার বদলি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে করা হয়েছে, তাতে মুরলীধর ছাড়া আরও কয়েক জনের বদলির কথা জানানো হয়েছে। জানুন
কলকাতা: বুধবার কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরানো হল মুরলীধরকে। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদে ছিলেন তিনি। একই সঙ্গে গোয়েন্দা প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। বুধবার বিবৃতি জারি করে সেই মুরলীধরকে বদলি করা হয়েছে ব্যারাকপুরের পুলিশ অ্যাকাডেমিতে। ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমির ডিরেক্টর প্রণব কুমারকে আনা হল কলকাতা পুলিশে অ্যাডিশনাল সিপি করে!
বুধবার বদলি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে করা হয়েছে, তাতে মুরলীধর ছাড়া আরও কয়েক জনের বদলির কথা জানানো হয়েছে। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতী বাঙ্গালিয়াকে সাইবার শাখার এসপি করা হয়েছে। তাঁর জায়গায় হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সুবিমল পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়ার ডিসি বিশ্বজিৎ মাহাতোকে সুবিমলের জায়গায় নিয়ে আসা হয়েছে। রাজ্য পুলিশের আইবি থেকে সুরিন্দর সিংহকে হাওড়ার ডিসি পদে বদলি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এটি রুটিন বদলি!
advertisement
advertisement
আরজিকরের ঘটনা থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল পুলিশের ভূমিকা নিয়ে! তবে সেই ঘটনার রেশ কাটার আগেই তিন মাসের মধ্যে কসবা কাণ্ড ঘটে! শাসকদলের কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা করা হয়! এই নিয়ে ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে! আর ঠিক এই সময়েই কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরানো হল মুরলীধরকে! আরজিকরের ঘটনায় তদন্তভার প্রথমে কলকাতা পুলিশের হাতেই ছিল! এই তদন্তের সব বিষয়ে যুক্ত ছিলেন মুরলীধর! এই সময় তাঁর বক্তব্য নিয়ে নানা প্রশ্ন ওঠে! এই সব ঘটনার জেরেই কী এই বদলি? যদিও জানা যাচ্ছে এটা শুধু মাত্র রুটিন বদলি!
advertisement
অমিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2024 11:11 PM IST







