Acid Reflux In Children: মাঝে মধ্যেই সন্তানের পেটে ব্যথা করে? শিশুকে সুস্থ রাখতে জানুন বিশেষ টোটকা

Last Updated:
Acid Reflux In Children: শিশুদের পেট ব্যথা হলে কী করবেন? হাতের কাছের কয়েকটি ঘরোয়া উপাদান কাজে লাগান! জেনে নিন চিকিৎসকের মত
1/5
পেটে ব্যথার সমস্যাতে শিশুরা প্রায় ভোগে।বদহজমের কারণে হয়ে থাকে এই সমস্যা। শীতকালে এই সমস্যা আরও বেশি দেখা যায়। কিছু ঘরোয়া টোটকাতে হবে সমস্যার সমাধান, জানালেন চিকিৎসক সুভাষ কর্মকার।
পেটে ব্যথার সমস্যাতে শিশুরা প্রায় ভোগে।বদহজমের কারণে হয়ে থাকে এই সমস্যা। শীতকালে এই সমস্যা আরও বেশি দেখা যায়। কিছু ঘরোয়া টোটকাতে হবে সমস্যার সমাধান, জানালেন চিকিৎসক সুভাষ কর্মকার।
advertisement
2/5
হজমের গন্ডগোল হলে অবশ্যই ঘরে রাখতে হবে জোয়ান। জোয়ানের জল খেলে শিশুদের বদ হজমের সমস্যার সমাধান হয়।
হজমের গন্ডগোল হলে অবশ্যই ঘরে রাখতে হবে জোয়ান। জোয়ানের জল খেলে শিশুদের বদহজমের সমস্যার সমাধান হয়।
advertisement
3/5
শিশুর পেট ফাঁপা, বমি ভাব দূর করতে আদা দেওয়া গরম জল খাওয়ানো ভাল বলে জানালেন চিকিৎসক। এতে মধু মিশিয়ে নিলে মেলে আরও উপকার।
শিশুর পেট ফাঁপা বমি ভাব দূর করতে আদা দেওয়া গরম জল খাওয়ানো ভাল বলে জানালেন চিকিৎসক। এতে মধু মিশিয়ে নিলে মেলে আরও উপকার।
advertisement
4/5
ভাল হজমের জন্য সন্তানের খাদ্য তালিকায় রাখুন শসা। এতে থাকা ফাইবার অন্ত্রের হাল ফেরায়।
ভাল হজমের জন্য সন্তানের খাদ্য তালিকায় রাখুন শসা। এতে থাকা ফাইবার অন্ত্রের হাল ফেরার।
advertisement
5/5
শিশুকে বদ হজমের থেকে রক্ষা দেয় হিং। হিং ও জল দিয়ে পেস্ট তৈরি করে তা শিশুর পেটে দিলে মেলে উপকার।
শিশুকে বদহজমের থেকে রক্ষা দেয় হিং। হিং ও জল দিয়ে পেস্ট তৈরি করে তার শিশুর পেটে দিলে মেলে উপকার।
advertisement
advertisement
advertisement