North 24 Pargana News: রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে আগুন গাড়িতে, উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে কাঁদছেন মালিক

Last Updated:

North 24 Pargana News: দেগঙ্গায় রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। কান্নায় ভেঙে পড়েছেন গাড়ির মালিক।

ঘটনাস্থল
ঘটনাস্থল
দেগঙ্গা, উত্তর ২৪ পরগমা, জিয়াউল আলম: দেগঙ্গায় রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে মারুতি ওমনি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। কান্নায় ভেঙে পড়েছেন গাড়ির মালিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িেছে এলাকায়। কে বা কারা এই কাণ্ড করল, তা বুঝে উঠতে পারছেন না গাড়ির মালিক।
দেগঙ্গা থানার রামনাথপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলামের একমাত্র আয়ের মাধ্যম মারুতী গাড়িটি। সেই গাড়িটি চালিয়ে ঘর সংসার চালাতেন তিনি। সারাদিন গাড়ি চালানোর পর বাড়ির পাশে গ্যারেজে থাকত তার মারুতিটি। কিন্তু কেউ বা কারা তার উপার্জনের একমাত্র সম্বল নষ্ট করে দিয়েছে।
advertisement
advertisement
গাড়ি মালিকের দাবি, প্রতিদিনের মতো গাড়ি রেখে গতকাল সপরিবারে গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। বুধবার সাতসকালে খবর পান রাতের অন্ধকারে কে বা কারা পেট্রোল ঢেলে মারুতি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শীতের রাতে স্থানীয়রা বালতি দিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সেই আগুনে পুড়ে ক্ষতি হয়েছে গাড়ির সামনে অংশের।
advertisement
এখন কীভাবে ঘর সংসার চালাবেন,তা খুঁজে পাচ্ছেন না ওই ব্যক্তি। কেন এই ধরনের কাণ্ড ঘটানো হল, কা বুঝে উঠতে পারছে না তিনি। ব্যক্তিগত কোনও রোষ থেকেই এমন কাজ করা হয়েছে বলে তাঁর অনুমান। এই ঘটনার তদন্তের দাবি করেছেন তিনি। অন্যদিকে এই ঘটনার পর রোজগারের একমাত্র সম্বল হারিয়ে তিনি কীভাবে সংসার চালাবেন, তা বুঝে উঠতে পারছেন না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Pargana News: রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে আগুন গাড়িতে, উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে কাঁদছেন মালিক
Next Article
advertisement
Numerology 2026: সংখ্যাতত্ত্বে ২০২৬: দেখে নিন এই বছর কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সংখ্যাতত্ত্বে ২০২৬: দেখে নিন এই বছর কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সংখ্যাতত্ত্বে ২০২৬

  • দেখে নিন এই বছর কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement