Success Story: চুঁচুড়ার মাটিতে রাজত্ব করল পূর্ব বর্ধমান, তিন-তিনটি ইভেন্টে সোনা জয়! ময়দানে ঝড় তুলল খুদেরা

Last Updated:
East Bardhaman Mews: চুঁচুড়ায় টেনিস প্রতিযোগিতায় সাফল্য পূর্ব বর্ধমান টেনিস ক্লাবের। প্রতিযোগিতার তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন তিন প্রতিযোগী।
1/7
চুঁচুড়ায় টেনিস প্রতিযোগিতায় সাফল্য পূর্ব বর্ধমান টেনিস ক্লাবের। প্রতিযোগিতার তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন পূর্ব বর্ধমানের তিন প্রতিযোগী। তিনটি ইভেন্টেই চ্যাম্পিয়ন তারা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
চুঁচুড়ায় টেনিস প্রতিযোগিতায় সাফল্য পূর্ব বর্ধমান টেনিস ক্লাবের। প্রতিযোগিতার তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন পূর্ব বর্ধমানের তিন প্রতিযোগী। তিনটি ইভেন্টেই চ্যাম্পিয়ন তারা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
চুঁচুড়ার ডিউক ক্লাব টেনিস টুর্নামেন্টে এডভান্স বয়েজ সিঙ্গেলস এ চাম্পিয়ন পূর্ব বর্ধমান পুলিশ টেনিস ক্লাবের ছাত্র স্বপ্ননীল দত্ত। ওই টুর্নামেন্টে জুনিয়র বয়েজ বিভাগে সিঙ্গেলসে চাম্পিয়ন পূর্ব বর্ধমান পুলিশ ক্লাবের শিক্ষার্থী বিনায়ক রায় (চিকু) এবং সাব জুনিয়র গ্রুপে চাম্পিয়ন অগ্নিভ চক্রবর্তী।
চুঁচুড়ার ডিউক ক্লাব টেনিস টুর্নামেন্টে এডভান্স বয়েজ সিঙ্গেলস এ চাম্পিয়ন পূর্ব বর্ধমান পুলিশ টেনিস ক্লাবের ছাত্র স্বপ্ননীল দত্ত। ওই টুর্নামেন্টে জুনিয়র বয়েজ বিভাগে সিঙ্গেলসে চাম্পিয়ন পূর্ব বর্ধমান পুলিশ ক্লাবের শিক্ষার্থী বিনায়ক রায় (চিকু) এবং সাব জুনিয়র গ্রুপে চাম্পিয়ন অগ্নিভ চক্রবর্তী।
advertisement
3/7
এই প্রতিযোগিতায় বর্ধমান থেকে ৪ বিভাগে অংশগ্রহন করেছিল প্রায় ২৫ জন ছাত্রছাত্রী। স্বপ্ননীল দত্ত ছাড়াও এডভান্স গ্রুপের ছাত্রছাত্রীদের মধ্যে বর্ধমানের রাশেষ সিনহা ও ইন্দ্রাভ সিনহা, সৌরদীপ দাস, অনুরাগ দাস, রেপ্লিকা চৌধুরী, শ্রদ্ধা মন্ডল, দেবদ্রিতা ঘোষেরা ভাল খেলে ক্রীড়াপ্রেমিদের মন জয় করে।
এই প্রতিযোগিতায় বর্ধমান থেকে ৪ বিভাগে অংশগ্রহন করেছিল প্রায় ২৫ জন ছাত্রছাত্রী। স্বপ্ননীল দত্ত ছাড়াও এডভান্স গ্রুপের ছাত্রছাত্রীদের মধ্যে বর্ধমানের রাশেষ সিনহা ও ইন্দ্রাভ সিনহা, সৌরদীপ দাস, অনুরাগ দাস, রেপ্লিকা চৌধুরী, শ্রদ্ধা মন্ডল, দেবদ্রিতা ঘোষেরা ভাল খেলে ক্রীড়াপ্রেমীদের মন জয় করে।
advertisement
4/7
সেমি ফাইনালে ওঠা স্বপ্ননীলের সঙ্গে ইন্ডিয়ানা পাঠকের এবং এশান কুন্ডুর সঙ্গে রাশেষ সিনহার ম্যাচ হয় যাতে স্বপ্ননীল ও এশান ফাইনালে ওঠে। ফাইনালে স্বপ্ননীল এশানকে হারিয়ে বিজয়ী হয়।
সেমি ফাইনালে ওঠা স্বপ্ননীলের সঙ্গে ইন্ডিয়ানা পাঠকের এবং এশান কুন্ডুর সঙ্গে রাশেষ সিনহার ম্যাচ হয় যাতে স্বপ্ননীল ও এশান ফাইনালে ওঠে। ফাইনালে স্বপ্ননীল এশানকে হারিয়ে বিজয়ী হয়।
advertisement
5/7
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন চন্দননগর কমিশনারেটের সিপি অমিত পি জাভালগি (আই পি এস)। উপস্থিত ছিলেন টেনিস কোচ সপ্তর্ষি সেন, চুঁচুড়া ডিউক ক্লাবের সেক্রেটারি অসীম কুমার দত্ত, সোমনাথ মান্না, সঞ্জিব দত্ত, রাণা প্রতাপ সরকার সহ অন্যান্যরা।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন চন্দননগর কমিশনারেটের সিপি অমিত পি জাভালগি (আই পি এস)। উপস্থিত ছিলেন টেনিস কোচ সপ্তর্ষি সেন, চুঁচুড়া ডিউক ক্লাবের সেক্রেটারি অসীম কুমার দত্ত, সোমনাথ মান্না, সঞ্জিব দত্ত, রাণা প্রতাপ সরকার সহ অন্যান্যরা।
advertisement
6/7
প্রতিযোগিতার অভিভাবকরা বলেন, শিশুদের টেনিস সহ বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহন করা উচিত। এখনকার শিশুরা মাঠে যাওয়ার থেকে মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে। কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহন করলে তাদের মানসিক, চারিত্রিক ও শারীরিক গঠন হয়।
প্রতিযোগিতার অভিভাবকরা বলেন, শিশুদের টেনিস সহ বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহন করা উচিত। এখনকার শিশুরা মাঠে যাওয়ার থেকে মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে। কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহন করলে তাদের মানসিক, চারিত্রিক ও শারীরিক গঠন হয়।
advertisement
7/7
অপর এক প্রতিযোগীর অভিভাবক বলেন, পূর্ব বর্ধমান পুলিশের পক্ষ থেকে বর্ধমানে দুটি টেনিস কোর্ট হওয়ায় এই জেলার ছেলেমেয়েরা টেনিস শেখার সুযোগ পায়। আগে একটি টেনিস কোর্ট ছিল, পরে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাসের উদ্যোগে এবং জেলাশাসক আয়েষা রাণীর সহায়তায় আরও একটি সিন্থেটিক কোর্ট তৈরি করা হয়। যার ফলে বর্ধমানের ছেলেমেয়েরা আরও বেশী করে টেনিস প্রাক্টিসের সুযোগ পায়। আগামী দিনের চাইবো সকলে জেলাস্তর পেরিয়ে যেন রাজ্যস্তরেও অংশগ্রহণ করতে পারে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
অপর এক প্রতিযোগীর অভিভাবক বলেন, পূর্ব বর্ধমান পুলিশের পক্ষ থেকে বর্ধমানে দুটি টেনিস কোর্ট হওয়ায় এই জেলার ছেলেমেয়েরা টেনিস শেখার সুযোগ পায়। আগে একটি টেনিস কোর্ট ছিল, পরে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাসের উদ্যোগে এবং জেলাশাসক আয়েষা রাণীর সহায়তায় আরও একটি সিন্থেটিক কোর্ট তৈরি করা হয়। যার ফলে বর্ধমানের ছেলেমেয়েরা আরও বেশী করে টেনিস প্রাক্টিসের সুযোগ পায়। আগামী দিনের চাইবো সকলে জেলাস্তর পেরিয়ে যেন রাজ্যস্তরেও অংশগ্রহণ করতে পারে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement