Success Story: চুঁচুড়ার মাটিতে রাজত্ব করল পূর্ব বর্ধমান, তিন-তিনটি ইভেন্টে সোনা জয়! ময়দানে ঝড় তুলল খুদেরা
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman Mews: চুঁচুড়ায় টেনিস প্রতিযোগিতায় সাফল্য পূর্ব বর্ধমান টেনিস ক্লাবের। প্রতিযোগিতার তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন তিন প্রতিযোগী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অপর এক প্রতিযোগীর অভিভাবক বলেন, পূর্ব বর্ধমান পুলিশের পক্ষ থেকে বর্ধমানে দুটি টেনিস কোর্ট হওয়ায় এই জেলার ছেলেমেয়েরা টেনিস শেখার সুযোগ পায়। আগে একটি টেনিস কোর্ট ছিল, পরে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাসের উদ্যোগে এবং জেলাশাসক আয়েষা রাণীর সহায়তায় আরও একটি সিন্থেটিক কোর্ট তৈরি করা হয়। যার ফলে বর্ধমানের ছেলেমেয়েরা আরও বেশী করে টেনিস প্রাক্টিসের সুযোগ পায়। আগামী দিনের চাইবো সকলে জেলাস্তর পেরিয়ে যেন রাজ্যস্তরেও অংশগ্রহণ করতে পারে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)





