Kolkata Police: ফুলবাগানে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট, ফের কলকাতা পুলিশের জালে ইরানি কেপমার গ্যাং-এর 'কালপ্রিট'রা

Last Updated:

অভিযোগ, ফুলবাগানের এক ব্যবসায়ী কর্মীর ব্যাগ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে নামে কলকাতা পুলিশ! সূত্র ধরে উঠে আসে মুম্বইয়ের কুখ্যাত 'ইরানি কেপমার গ্যাং'-এর দুই সদস্য আভেদ ইরানি ও সারু নিশাদ আলি ইরানির নাম

Kolkata Crime
Kolkata Crime
কলকাতা: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ইরানি কেপমার গ্যাং-এর সদস্য! অভিযোগ, ফুলবাগানের এক ব্যবসায়ী কর্মীর ব্যাগ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে নামে কলকাতা পুলিশ! সূত্র ধরে উঠে আসে মুম্বইয়ের কুখ্যাত ‘ইরানি কেপমার গ্যাং’-এর দুই সদস্য আভেদ ইরানি ও সারু নিশাদ আলি ইরানির নাম। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয়। আরও কেউ এই গ্যাংয়ের সঙ্গে জড়িত রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
চলতি বছরেই ইরানি কেপমার গ্যাংয়ের ছ’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে মূল অভিযুক্তদের নাম আলি বাগবান ও ইকবাল বরকৎ আলি। তারা কর্নাটকের বিদারের বাসিন্দা। বউবাজারে হওয়া একটি কেপমারির ঘটনার তদন্তে নেমে হাওড়ার বাউরিয়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ। গত ২৭ জুলাই বউবাজারের ‘ব্যাঙ্ক অব ইন্ডিয়া’র সামনে সোনার গয়নার কারিগর প্রদীপ দাসকে পুলিশ পরিচয় দিয়ে নিরাপত্তার দোহাই দিয়ে অভিযুক্তরা তাঁর ব্যাগ সার্চ করে। সেই সুযোগে প্রদীপ দাসের ব্যাগে থাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয় ধৃতরা। সেখানে প্রায় ১৪৭ গ্রাম সোনা ছিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: ফুলবাগানে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট, ফের কলকাতা পুলিশের জালে ইরানি কেপমার গ্যাং-এর 'কালপ্রিট'রা
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement