Kolkata Police: ফুলবাগানে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট, ফের কলকাতা পুলিশের জালে ইরানি কেপমার গ্যাং-এর 'কালপ্রিট'রা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
অভিযোগ, ফুলবাগানের এক ব্যবসায়ী কর্মীর ব্যাগ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে নামে কলকাতা পুলিশ! সূত্র ধরে উঠে আসে মুম্বইয়ের কুখ্যাত 'ইরানি কেপমার গ্যাং'-এর দুই সদস্য আভেদ ইরানি ও সারু নিশাদ আলি ইরানির নাম
কলকাতা: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ইরানি কেপমার গ্যাং-এর সদস্য! অভিযোগ, ফুলবাগানের এক ব্যবসায়ী কর্মীর ব্যাগ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে নামে কলকাতা পুলিশ! সূত্র ধরে উঠে আসে মুম্বইয়ের কুখ্যাত ‘ইরানি কেপমার গ্যাং’-এর দুই সদস্য আভেদ ইরানি ও সারু নিশাদ আলি ইরানির নাম। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয়। আরও কেউ এই গ্যাংয়ের সঙ্গে জড়িত রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
চলতি বছরেই ইরানি কেপমার গ্যাংয়ের ছ’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে মূল অভিযুক্তদের নাম আলি বাগবান ও ইকবাল বরকৎ আলি। তারা কর্নাটকের বিদারের বাসিন্দা। বউবাজারে হওয়া একটি কেপমারির ঘটনার তদন্তে নেমে হাওড়ার বাউরিয়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ। গত ২৭ জুলাই বউবাজারের ‘ব্যাঙ্ক অব ইন্ডিয়া’র সামনে সোনার গয়নার কারিগর প্রদীপ দাসকে পুলিশ পরিচয় দিয়ে নিরাপত্তার দোহাই দিয়ে অভিযুক্তরা তাঁর ব্যাগ সার্চ করে। সেই সুযোগে প্রদীপ দাসের ব্যাগে থাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয় ধৃতরা। সেখানে প্রায় ১৪৭ গ্রাম সোনা ছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2025 9:23 PM IST

