Kolkata Municipality: হুকিং করে বিদ্যুত্ চুরি! চোরদের 'শিক্ষা' দিতে মাস্টারপ্ল্যান কলকাতা পুরসভার

Last Updated:

Kolkata Municipality: বিদ্যুৎ চুরি ঠেকাতে মাঠে নামছে কলকাতা পুরসভা।

#কলকাতা: এবার বিদ্যুৎ চুরি রুখতে কলকাতা পুরসভা তৎপর। হুকিং করতে গিয়ে ঘটছে একের পর এক দুর্ঘটনা। কখনও মৃত্যুর ঘটনাও ঘটেছে এই শহরে। এবার তাই শহরজুড়ে কলকাতা পুরসভার মাস্টার প্ল্যান। চলবে নজরদারি। আপাতত নজর বস্তিতে।
বিদ্যুৎ খুঁটি থেকে হুকিং ঠেকাতে বিশেষ পদক্ষেপ কলকাতা পুরসভার আলো বিভাগের। জোরকদমে এলাকা চিহ্নিতকরণ করে বিদ্যুৎ চুরি রোধ করতে রাস্তায় নেমে পড়েছেন এক্সিকিউটিভ অফিসাররা। জানালেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ আলো বিভাগ সন্দীপ রঞ্জন বকশি।
আরও পড়ুন- টাকার পাহাড়! কোটি কোটির বান্ডিল দেখে থ বাংলা, নেটপাড়ায় টালিগঞ্জ vs বেলঘরিয়া
তিনি জানান,  ইতিমধ্যে বৈঠক করে পুরআধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে যেখানে বিদ্যুৎ চুরির ঘটনা ঘটেছে, সেখানে অবিলম্বে বেআইনি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে হবে।
advertisement
advertisement
মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বকশি জানিয়েছেন, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিশেষ করে বস্তি অঞ্চলে এই ধরনের বেআইনি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে তাঁর অভিযোগ, বিদ্যুৎ চুরি ঠেকাতে লাইন কেটে দেওয়ার পরদিনই আবার চুরির চেষ্টা করা হচ্ছে।
একাধিক এলাকাগুলির ব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে। এমনকী এফআইআর করছে কলকাতা পুরসভার কর্তৃপক্ষ। মেয়র পরিষদ বিদ্যুৎ ও আলো সন্দীপ রঞ্জন বকশি বলেন, যেভাবে পর পর বিদ্যুৎ চুরি এবং দুর্ঘটনা ঘটছে তাতে কড়া পদক্ষেপ নিতেই হবে।
advertisement
কলকাতা পুরসভার সূত্রের খবর,  শহরজুড়ে ১২ টি অঞ্চলকে চিহ্নিতকরণ করা হয়েছে। সেইসব এলাকায় বিদ্যুৎ চুরির প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ ও আলো বিভাগের পক্ষ থেকে বোরো ভিত্তিক বৈঠকে স্থানীয় কাউন্সিলরদের মানুষকে সচেতন করার আবেদন জানিয়েছেন মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বকশি।
আরও পড়ুন- পাল্লা ভারী বেলঘরিয়ায়! রথতলা থেকে উদ্ধার টাকা ছাপিয়ে গেল টালিগঞ্জের অঙ্ককে
সচেতন হয়ে স্বেচ্ছায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করলে ভাল, না হলে পুরসভা থেকে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন মেয়র পরিষদ। কোনওভাবেই বিদ্যুৎ নিয়ে ছিনিমিনি খেলা আর বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন তিনি।
advertisement
অনেক ক্ষেত্রে এই বিদ্যুৎ চুরি ঠেকাতে পদক্ষেপের সুফলও পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় মানুষ নিজের থেকেই যোগাযোগ করে নতুন বিদ্যুৎ সংযোগ করার জন্য আবেদন করেছেন। তাঁদের স্থানীয়ভাবে সাহায্যও করা হচ্ছে বলে জানালেন মেয়র পরিষদ বিদ্যুৎ ও আলো সন্দীপ রঞ্জন বকশি।
কলকাতা পুরসভা থেকে এই ধরনের বিদ্যুৎ সচেতনতার ক্যাম্প করারও ভাবনা-চিন্তা রয়েছে। সাধারণভাবে ওয়ার্ড ভিত্তিক ও বরো ভিত্তিক এই সচেতনতা প্রচারে কতটা কাজ হয় দেখে নিয়ে তার পর এলাকাভিত্তিক ক্যাম্প করে অবৈধ বিদ্যুৎ সংযোগ ঠেকাতে পদক্ষেপ নেমে কলকাতা পুরকর্তৃপক্ষ।
advertisement
কলকাতা পুর এলাকায় বিদ্যুৎ সংযোগের দায়িত্ব সিইএসসির। ইতিমধ্যে সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ঠিক হয়েছে, যারা স্বেচ্ছায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন তাদের আবেদন মেনে মিটার সহ দ্রুত বিদ্যুৎ সংযোগ করে দেওয়ার ব্যবস্থা করবে কলকাতা পুরসভা ও সিইএসসি কর্তৃপক্ষ।।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Municipality: হুকিং করে বিদ্যুত্ চুরি! চোরদের 'শিক্ষা' দিতে মাস্টারপ্ল্যান কলকাতা পুরসভার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement