Arpita Mukherjee || পাল্লা ভারী বেলঘরিয়ায়! রথতলা থেকে উদ্ধার টাকা ছাপিয়ে গেল টালিগঞ্জের অঙ্ককে

Last Updated:

Arpita Mukherjee || ভোরের আলো ফোটার আগে পর্যন্ত টাকা নিয়ে আসতে চাইছিলেন না আধিকারিকেরা৷ টাকা গোনা শেষ হতে বেজে যায় প্রায় ভোর সাড়ে তিনটে৷ আটটি ট্রাঙ্ক বোঝাই টাকা আসে এসবিআইয়ের প্রধান দফতরের৷

অর্পিতা মুখোপাধ্যায়
অর্পিতা মুখোপাধ্যায়
#কলকাতা: এ যেন দক্ষিণ বনাম উত্তরের লড়াই৷ পাল্লা ভারী কার? গত শুক্রবার থেকে কেন্দ্রবিন্দুতে একটাই নাম। অর্পিতা মুখোপাধ্যায়। টালিগঞ্জের পর বেলঘরিয়াতেও টাকার পাহাড়৷ রথতলার আবাসন থেকে উদ্ধার ২৭ কোটি ৯০ লক্ষ টাকা, পাঁচ কেজি সোনা৷ কার্যত বেলঘরিয়া ছাপিয়ে গেল টালিগঞ্জকে। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত টাকা নিয়ে আসতে চাইছিলেন না আধিকারিকেরা৷ টাকা গোনা শেষ হতে বেজে যায় প্রায় ভোর সাড়ে তিনটে৷ আটটি ট্রাঙ্ক বোঝাই টাকা আসে এসবিআইয়ের প্রধান দফতরের৷
আরও পড়ুন: 'এমন কোনও কাজ করব না যার জন্য বদনাম হবে', পার্থ-অর্পিতা কাণ্ডে সাবধানী দেব
গতকাল দুপুর তিনটের পর থেকে শুরু হয় পট পরিবর্তন৷ প্রথমে অর্পিতার পৈতৃক বাড়িতে  গিয়ে তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এরপর দুটি ভাগে ভাগ হয়ে শুরু হয় তল্লাশি৷ বিছানার উপর, মেঝে, ফ্ল্যাটের শৌচালয়ের ভিতর থেকেও উদ্ধার কোটি কোটি টাকা। আর কোথায় কোথায় ফ্ল্যাট রয়েছে তার জিজ্ঞাসাবাদ শুরু হবে আজ থেকে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, বেলঘরিয়ার ওই আবাসনে মোট দুটি আলাদা ফ্ল্যাট রয়েছে অর্পিতার। রথতলার ফ্ল্যাটে  নিয়মিত যাতায়াত ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের। সাত দিন আগেও তিনি এসেছিলেন। একটি ব্লক ৫-এ, একটি ব্লক-২-এ। ব্লক ৫-এর (৮-এ) ফ্ল্যাটে আপাতত তল্লাশি চালাচ্ছে ইডি। এই ফ্ল্যাটের আয়তন প্রায় ১৫০০ বর্গফুট। অন্য ফ্ল্যাটটি আয়তনে ছোট, ১৩৮০ বর্গফুট। এখানে গড়ে ফ্ল্যাটের দাম প্রায় ৮০ লক্ষ টাকা।  আবাসিকরা জানিয়েছএন, ব্লক ৫-এ ফ্ল্যাটে নিয়মিত আসতেন অর্পিতা। আর অন্য ব্লকের ফ্ল্যাটটিকে গেস্ট হাউজ করার পরিকল্পনা ছিল তাঁর।
advertisement
শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে 'টাকার পাহাড়' দেখিয়েছেন পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা। শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee || পাল্লা ভারী বেলঘরিয়ায়! রথতলা থেকে উদ্ধার টাকা ছাপিয়ে গেল টালিগঞ্জের অঙ্ককে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement