#কলকাতা: তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। একই সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা। তিনি জনপ্রিয় ব্যক্তিত্ব দেব। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গে সাংসদ ও অভিনেতা দেব মুখ খুলেছেন। সরাসরি কারও নাম করে কোনও কথা না বললেও, দেবের মন্তব্যে স্পষ্ট দলীয় কর্মী ও অভিনেতা হিসেবে তিনি সাবধানী। নিজের দল ও অভিনয় জগতে কোনও ভাবেই এই ঘটনা কালি ছেটাতে পারবেন না বলেও আত্মবিশ্বাসী দেব। (Dev on Partha Chatterjee)
"এরকম উত্তপ্ত পরিস্থিতিতে আমি যাই বলব সেটা নিয়ে বিতর্কের সৃষ্টি হবে। তাই এই কর্মকান্ডের সঙ্গে যারা যুক্ত তারাই সঠিক উত্তর দিতে পারবে। আসলে ওটা বিষয়টা কী আর আমি ব্যক্তিগত ভাবে মনে করি বা সাংসদ হিসেবে বা দলের একজন সদস্য হিসেবে আমার একটাই দায়িত্ব যে, আমার জন্য কখনও যেন দলের নাম খারাপ না হয়। আমি এমন কোনও কাজ করব না যার জন্য আমার দল বদনাম হবে।'
আরও পড়ুন: আপনাদের অনেকের বাড়িতেই রেইড হয়েছে আমি জানি, ভয় পাবেন না: মমতা
অর্পিতা মুখোপাধ্যায়ের নাম প্রকাশ্যে আসার পরেই শোনা গিয়েছিল, তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। কাজ করেছেন সিনেমা-সিরিয়ালেও। অভিনেতা দেব এ প্রসঙ্গেও নিজের মনের কথা জানিয়েছেন। দেবের বক্তব্য, 'আর অভিনেতা হিসেবে আমি মনে করি কোনও একজনের জন্য কখনও ইন্ডাস্ট্রির গায়ে কালিমা লেপে দেওয়া যায় না। এ বিষয়ে প্রসেনজিৎ-জিৎ সকলেই আমার সঙ্গে একমত হবেন।'
আরও পড়ুন: 'রণবীর সিংয়ের নিতম্ব এখন জাতীয় ইস্যু!', লাইভ শো-তে হেসে খুন সঞ্চালিকা থেকে অতিথিরা, দেখুন
দেবের আরও দাবি, 'সব জায়গায় নানা ধরনের মানসিকতার লোক থাকে। কেউ কোনও একজন যদি অপরাধ করে তার জন্য কখনওই গোটা ইন্ডাস্ট্রির দিকে আঙ্গুল তোলা যায় না। এবং প্রত্যেকেরই সচেতন থাকা উচিত তার কাজের জন্য। সে যে ইন্ডাস্ট্রিতেই কাজ করে বা রাজনৈতিক ক্ষেত্রে যে দলে রয়েছে তা যেন কখনও কালিমালিপ্ত না হয়। এটা একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া উচিত।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।