বড় খবর! সিবিটিসি সিগন্যালিং সিস্টেম পরীক্ষার জন্য মেট্রো চলবে না! কবে থেকে কবে? জানুন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
বড় খবর! সিবিটিসি সিগন্যালিং সিস্টেম পরীক্ষার জন্য মেট্রো চলবে না! কবে থেকে কবে? জানুন!
কলকাতা: মেট্রো রেলওয়ে কলকাতা তাদের টুইটারে ঘোষণা করেছে যে, সিবিটিসি সিগন্যালিং সিস্টেম পরীক্ষার জন্য সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক থাকবে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ তারিখ এবং ২০ থেকে ২৩ তারিখ বিঘ্নিত হবে মেট্রো পরিষেবা।
মেট্রো রেল সূত্রে বলা হয়েছে, “গ্রীনলাইনের হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ অংশে, সিবিটিসি সিগন্যালিং সিস্টেম পরীক্ষার জন্য সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক। ওই দিনগুলিতে গ্রীন লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না। আপনাদের অসুবিধার জন্য দুঃখিত।”
advertisement
advertisement
13.02.2025 – 16.02.2025 ও 20.02.2025 – 23.02.2025 তারিখে #গ্রীনলাইন-এর #হাওড়াময়দান থেকে#সল্টলেকসেক্টরV অংশে,
সিবিটিসি সিগন্যালিং
সিস্টেম পরীক্ষার জন্য
সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক।ওই দিনগুলিতে গ্রীন লাইনে কোনো পরিষেবা পাওয়া যাবে না।
আপনাদের অসুবিধার জন্য দুঃখিত। pic.twitter.com/fav7q18ibC— Metro Railway Kolkata (@metrorailwaykol) February 6, 2025
advertisement
কলকাতা মেট্রো রেলওয়ে তাদের অফিসিয়াল টুইটারে ঘোষণা করেছে যে, পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের পরিষেবা ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী পরিচালিত হবে। সেক্টর V থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে।
advertisement
এই সময়ের মধ্যে প্রতি ১৫ মিনিট অন্তর একটি ট্রেন চলবে, যা যাত্রীদের আরও সুবিধাজনক যাত্রার সুযোগ দেবে। তবে, সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর V-তে ফেরার শেষ ট্রেন রাত ৯:৪৫টায় ছাড়বে।
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন এই নতুন সময়সূচী অনুযায়ী তাদের যাত্রার পরিকল্পনা করেন, যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন। কলকাতা মেট্রোর এই নতুন সময়সূচী শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং যাত্রীদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ করে দেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 07, 2025 1:25 PM IST