Kolkata Metro: আবারও মেট্রোয় চূড়ান্ত যাত্রী হয়রানি! ব্লু লাইনে ভোগান্তি চরমে, কোন স্টেশন পর্যন্ত বন্ধ মেট্রো? জেনে নিন...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Priti Saha
Last Updated:
শনিবারের ব্যস্ত সময়ে আবারও ব্যাহত হল মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী ব্লু লাইনে আংশিক বন্ধ রয়েছে। আপে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ডাউনে গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা
কলকাতা: শনিবারের ব্যস্ত সময়ে আবারও ব্যাহত হল মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী ব্লু লাইনে আংশিক বন্ধ রয়েছে। আপে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ডাউনে গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও সিগন্যালিং সমস্যার জেরে বাকি অংশে মেট্রো পরিষেবা ব্যাহত রয়েছে। টালিগঞ্জেও একইভাবে মেট্রোর সমস্যা দেখা দিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী সিগনালিং সমস্যা কিছুটা হলেও নিরসন করা গিয়েছে। কিন্তু, যান্ত্রিক ত্রুটির জেরে প্রতি স্টেশনেই নির্ধারিত সময়ের থেকে বেশিক্ষণ দাঁড়িয়ে চলছে।
এর আগেও বেশ কয়েকবার যান্ত্রিক ত্রুটির কারণে থমকেছে মেট্রো পরিষেবা। অফিস টাইমের ব্যস্ত সময়ে একাধিকবার মেট্রোর যান্ত্রিক ত্রুটির ফলে থমকেছে মেট্রো। যাত্রী ভোগান্তি চরমে উঠেছে। শনিবার সকালেও এমন ঘটনার সাক্ষী থাকল কলকাতা। মেট্রো পরিষেবা চালু হলেও এখনও পর্যন্ত শ্লথ গতিতে চলছে মেট্রো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 11, 2025 2:17 PM IST