Kolkata Metro: রবিবার রাজ্য পুলিশ নিয়োগের পরীক্ষা, পরীক্ষার্থীদের সুবিধায় সকাল থেকেই বাড়তি মেট্রো পরিষেবা

Last Updated:

কলকাতা মেট্রোর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, সকাল ৯টার বদলে সকাল ৭ টায় নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো পাওয়া যাবে।

রবিবার ১২ অক্টোবর চলবে অতিরিক্ত মেট্রো
রবিবার ১২ অক্টোবর চলবে অতিরিক্ত মেট্রো
আবীর ঘোষাল, কলকাতা: রবিবার রাজ্য পুলিশ নিয়োগের পরীক্ষা রয়েছে। তাতে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সকাল থেকে বাড়তি মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, সকাল ৯টার বদলে সকাল ৭ টায় নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো পাওয়া যাবে। প্রতি রবিবার সারাদিনে মোট ১৩০টি মেট্রো চলে। রবিবার, ১২ অক্টোবর আরও ৮টি মেট্রো অতিরিক্ত চলবে। ব্লু লাইন এবং গ্রিন লাইনে এই পরিষেবা মিলবে।
রবিবার সকাল ৭টায় নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৭টা ৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো পাওয়া যাবে। সকাল ৭টা ২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে প্রথম মেট্রোটি ছাড়বে।
advertisement
advertisement
গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে প্রতি রবিবার চলে ১০৪ টি মেট্রো। আগামী রবিবার চলবে ১১২ টি। সকাল ৯টার বদলে গ্রিন লাইনেও সকাল ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা।
নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী – সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রোর প্রথম পরিষেবা চালু হবে। সকাল ৭টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: রবিবার রাজ্য পুলিশ নিয়োগের পরীক্ষা, পরীক্ষার্থীদের সুবিধায় সকাল থেকেই বাড়তি মেট্রো পরিষেবা
Next Article
advertisement
Human Washing Machine: জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
  • মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন তৈরি করল জাপানি সংস্থা৷

  • হিউম্যান ওয়াশিং মেশিন তৈরি করেছে সায়েন্স নামে সংস্থা৷

  • ১৫ মিনিটের মধ্যেই পরিষ্কার করিয়ে শরীর শুকিয়ে দেবে এই যন্ত্র৷

VIEW MORE
advertisement
advertisement