Suvendu Adhikari: ‘সঠিক SIR হলে ১ কোটির বেশি নাম বাদ যাবে !’ বাংলায় SIR নিয়ে বড়সড় দাবি শুভেন্দু অধিকারীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari on SIR: এসআইআর-এ কত নাম বাদ যেতে পারে সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘...আমি বলব, সঠিক এসআইআর হলে গত ১০-১২ বছরে বাংলাদেশের মুসলিমরা যে ভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে ১ কোটির বেশি নাম বাদ যাওয়া উচিত।’’
কলকাতা: পুজো মিটতেই বাংলায় এখন চলছে SIR তোড়জোড়। নির্বাচন কমিশন বারবার সেই প্রস্তুতি খতিয়ে দেখছে। যে কোনও দিনই ঘোষণা হতে পারে SIR-এর দিন। আর এমন পরিস্থিতিতেই SIR নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, সঠিক SIR হলে বাংলায় ১ কোটিরও বেশি নাম বাদ যেতে পারে ভোটার লিস্ট থেকে।
বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘‘বিহারে সরকার সাহায্য করেছে। রাজনৈতিক দলগুলিও কাজ করেছে। ফলে সেখানে ১০০ শতাংশ সফল হয়েছে (SIR)। এখানে বিস্তির্ণ এলাকায় সন্ত্রাস আছে। রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস। এখানে একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয়।’’
আরও পড়ুন– দেশের এই গ্রামে ভারতীয়দের চেয়ে বিদেশিদের সংখ্যা বেশি ! থাকেন মাসের পর মাস ঘর ভাড়া নিয়ে
advertisement
advertisement
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু। রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন থেকে রাজ্যপালের রিপোর্ট, সব নিয়েই নিজের মতামত জানান। শুভেন্দু বলেন, “জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। SIR করতে গিয়ে এবার তা আগে-পরে হতে পারে। BLO-দের কাজের পরিবেশ কতটা সুষ্ঠ রাখবে রাজ্য সরকার ও কতটা তাদের কাজ করতে দেবে শাসকদল, তার উপর নির্ভর করছে চূড়ান্ত তালিকা বেরনোর দিন।”
advertisement
বিরাট দাবি শুভেন্দুর ! SIR-এ কত নাম বাদ যেতে পারে সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘…আমি বলব, সঠিক এসআইআর হলে গত ১০-১২ বছরে বাংলাদেশের মুসলিমরা যে ভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে ১ কোটির বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জে উতরে কাজ করবেন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 9:46 AM IST