Kolkata Accident: ঝড়ের গতিতে ছুটে এল 'দানব' বাস, ব্রেক ফেল করে পরপর গাড়িতে ধাক্কা! রক্তারক্তি-গোঙানি, ভয়ঙ্কর দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে

Last Updated:

Accident in Vidyasagar Setu: ব্রেক ফেল করে বিদ্যাসাগর সেতুর উপরেই পরপর গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসের। ধূলাগড়-নিউটাউন রুটের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি এবং তারপরেই আরেকটি ছোট হাতি গাড়ির পিছনে।

বিদ্যাসাগর সেতুতে দুর্ঘটনা। প্রতীকী ছবি।
বিদ্যাসাগর সেতুতে দুর্ঘটনা। প্রতীকী ছবি।
কলকাতাঃ বিদ্যাসাগর সেতুতে অফিসের ব্যস্ত সময়ে ভয়াবহ পথ-দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ব্রেক ফেল করে সেতুর উপরেই একের পর এক গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসের। আর তাতেই গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সকালে ধূলাগড়-নিউটাউন রুটের বাস ঝড়ের গতিতে আসছিল। সেই সময়ই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর একে একে ধাক্কা মারে দু-একটি প্রাইভেট গাড়ি এবং তারপর আরও একটি ‘ছোট হাতি’ গাড়ির পিছনে। নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ব্রিজের উপরেই উল্টে যায় সেই ছোট মালবাহী গাড়ি।
আরও পড়ুনঃ ৩০ দিন রোজ ‘একটি’ করে কলা…! সকালে, দুপুরে নাকি বিকেলে খাবেন? কোন সময় খেলে শরীরে কী হতে পারে! জানলে অবাক হবেন
বাসের একাধিক যাত্রী-সহ প্রাইভেট গাড়িরও বেশ কয়েকজন যাত্রী দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এদিন দুর্ঘটনার পরেই ব্যাপক যানজট হয় ব্রিজের উপরে। যদিও কিছুক্ষণের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Accident: ঝড়ের গতিতে ছুটে এল 'দানব' বাস, ব্রেক ফেল করে পরপর গাড়িতে ধাক্কা! রক্তারক্তি-গোঙানি, ভয়ঙ্কর দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement