Kolkata Accident: ঝড়ের গতিতে ছুটে এল 'দানব' বাস, ব্রেক ফেল করে পরপর গাড়িতে ধাক্কা! রক্তারক্তি-গোঙানি, ভয়ঙ্কর দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Accident in Vidyasagar Setu: ব্রেক ফেল করে বিদ্যাসাগর সেতুর উপরেই পরপর গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসের। ধূলাগড়-নিউটাউন রুটের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি এবং তারপরেই আরেকটি ছোট হাতি গাড়ির পিছনে।
কলকাতাঃ বিদ্যাসাগর সেতুতে অফিসের ব্যস্ত সময়ে ভয়াবহ পথ-দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ব্রেক ফেল করে সেতুর উপরেই একের পর এক গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসের। আর তাতেই গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সকালে ধূলাগড়-নিউটাউন রুটের বাস ঝড়ের গতিতে আসছিল। সেই সময়ই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর একে একে ধাক্কা মারে দু-একটি প্রাইভেট গাড়ি এবং তারপর আরও একটি ‘ছোট হাতি’ গাড়ির পিছনে। নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ব্রিজের উপরেই উল্টে যায় সেই ছোট মালবাহী গাড়ি।
আরও পড়ুনঃ ৩০ দিন রোজ ‘একটি’ করে কলা…! সকালে, দুপুরে নাকি বিকেলে খাবেন? কোন সময় খেলে শরীরে কী হতে পারে! জানলে অবাক হবেন
বাসের একাধিক যাত্রী-সহ প্রাইভেট গাড়িরও বেশ কয়েকজন যাত্রী দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এদিন দুর্ঘটনার পরেই ব্যাপক যানজট হয় ব্রিজের উপরে। যদিও কিছুক্ষণের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 11:08 AM IST

