Bharat Taxi: ওলা-উবেরের দাদাগিরি শেষ? এবার রাস্তায় নামছে ভারত ট্যাক্সি, বড় উদ্যোগ কেন্দ্রের

Last Updated:

ওলা এবং উবেরের মতো অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবাগুলি নিয়ে মানুষের বহু অভিযোগ থাকলেও বিকল্প না থাকায় একরকম বাধ্য হয়েই এই দুই সংস্থার নিয়ন্ত্রণে থাকা গাড়ি বুক করতে বাধ্য হন যাত্রীরা৷

ফাইল ছবি৷
ফাইল ছবি৷
ওলা, উবেরের দাদাগিরি এবং একচেটিয়া দাপট বন্ধ করতে এবার ময়দানে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সমবায় মন্ত্রক এবং ই-গভারনেন্স ডিভিশনের উদ্যোগে শুরু হচ্ছে দেশের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা৷ নতুন এই পরিষেবার নাম ভারত ট্যাক্সি৷
নতুন এই পরিষেবার মূল বৈশিষ্ট্য হল, এই ট্যাক্সি পরিষেবা থেকে উপার্জনের পুরোটাই পাবেন চালকরা৷ অন্যদিকে যাত্রীরাও সরকারি নজরদারিতে থাকা ট্যাক্সি পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন৷
ওলা এবং উবেরের মতো অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবাগুলি নিয়ে মানুষের বহু অভিযোগ থাকলেও বিকল্প না থাকায় একরকম বাধ্য হয়েই এই দুই সংস্থার নিয়ন্ত্রণে থাকা গাড়ি বুক করতে বাধ্য হন যাত্রীরা৷ আচমকা ভাড়া বাড়িয়ে দেওয়া, বুকিং বাতিল করে দেওয়া, চালকদের দুর্ব্যবহারের মতো বিভিন্ন অভিযোগ ওঠে ওলা, উবেরের ক্যাব পরিষেবা নিয়ে৷ আবার ওলা, উবেরের মতো সংস্থা তাদের উপার্জনের একটা বড় অংশ কমিশন বাবদ কেটে নিচ্ছে বলে অভিযোগ করেন গাড়ির চালক এবং মালিকরাও৷
advertisement
advertisement
এই কমিশন মডেলেই বদল আনবে ভারত ট্যাক্সি পরিষেবা৷ এই ব্যবস্থায় গাড়ির চালক এবং মালিকদের থেকে কোনও নমিশন কাটা হবে না৷ তার বদলে দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক ভিত্তিতে একটি ন্যূনতম ফি মেম্বারশিপ বাবদ দিতে হবে৷ সরকারের দাবি, এই মডেলে চালকদের উপার্জন বাড়বে৷
পরীক্ষামূলক ভাবে নভেম্বর মাস থেকে দিল্লিতে প্রায় সাড়ে ছশো গাড়ি নিয়ে শুরু হচ্ছে ভারত ট্যাক্সি পরিষেবা৷ এই পরীক্ষামূলক পরিষেবা সফল হলে আগামী ডিসেম্বর মাস থেকেই দেশের বড় শহরগুলিতে এই পরিষেবা পুরোদমে চালু হওয়ার কথা৷
advertisement
কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, ২০২৬ সালের মধ্যেই দেশের সব মেট্রো শহরে এই পরিষেবা চালু হবে৷ ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ চালক ভারত ট্যাক্সি পরিষেবায় যোগ দেবেন বলেই আশা কেন্দ্রীয় সরকারের৷
কোনও বেসরকারি সংস্থা নয়, সমবায় প্রতিষ্ঠান হিসেবেই কাজ করবে ভারত ট্যাক্সি৷ শাহকর ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেড নামে একটি সংস্থা এই পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকবে৷ ২০২৫ সালের জুন মাসে ৩০০ কোটি টাকা বিনিয়োগে এই সংস্থা গঠন করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bharat Taxi: ওলা-উবেরের দাদাগিরি শেষ? এবার রাস্তায় নামছে ভারত ট্যাক্সি, বড় উদ্যোগ কেন্দ্রের
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement