Kolkata Hospital: লোকে লোকারণ্য SSKM হাসপাতাল, হঠাৎ পুলিশ ধরল তিনজনকে! পরিচয় ফাঁস হতেই তীব্র আলোড়ন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata Hospital: পুলিশ জানাচ্ছে, চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে কখনও গ্রেফতার হচ্ছেন হাসপাতালের অস্থায়ী কর্মী, কখনও কোনও কর্মীর আত্মীয়।
কলকাতা: এসএসকেএম হাসপাতালে দালাল-চক্র বন্ধ করতে সাম্প্রতিক সময়ে একাধিক পদক্ষেপ করেছেন কর্তৃপক্ষ। সে জরুরি বিভাগে ট্রলি পার্সন চালু করাই হোক বা বিভিন্ন বিভাগের বাইরে সতর্কবার্তা দেওয়া। কিন্তু তার পরেও দালালদের উপদ্রবে যে পুরোপুরি রাশ টানা যায়নি, তা ফের প্রমাণ হল। এসএসকেএম হাসপাতালে গুন্ডা দমন শাখার তরফ থেকে অভিযান চালানো হলে সেখান থেকে তিনজন দালালকে গ্রেফতার করে গোয়েন্দারা। তিন দালালই ভবানীপুর থানা এলাকায় থাকে। তাঁদের নাম অভিষেক মল্লিক, অভয় বাল্মীকি এবং দেব মল্লিক। আজ তাদের আদালতে পেশ করা হবে।
পুলিশ জানাচ্ছে, চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে কখনও গ্রেফতার হচ্ছেন হাসপাতালের অস্থায়ী কর্মী, কখনও কোনও কর্মীর আত্মীয়। কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, রোগীরা সচেতন না হলে পরিস্থিতি পাল্টানো মুশকিল।
advertisement
একেবারে সম্প্রতি সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়ে সরব হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মোটা টাকার বিনিময়ে আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রির অভিযোগ করেন তিনি। কামারহাটির বিধায়কের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালে আইসিসিইউ-র জন্য ৬০০০ টাকা, রক্তের জন্য ১৭০০ টাকা দর। অভিযোগ, রমেন হালদার নামে এক রোগীকে ভর্তি করার জন্য তাঁর পরিবারের কাছে I CCU-র বেডের জন্য ৬ হাজার ও রক্তের জন্য ১৭০০ টাকা দাবি করে দালালরা।
advertisement
পাশাপাশি প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ, তৃণমূল বিধায়কের। মদন মিত্রের বক্তব্য, ‘পুলিশ ও প্রশাসনের কাছে গোটা বিষয়টা দেখতে বিধায়ক হিসেবে জানাচ্ছি। প্রয়োজন পড়লে তাঁদের পায়ে পড়ে অনুরোধ করব, যে আপনারা মানুষগুলোকে এভাবে মরতে দেবেন না।’ এরপরই এসএসকেএম হাসপাতালে গুন্ডা দমন শাখার অভিযানে ধরা পড়ল তিন দালাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 1:17 PM IST