Kolkata Hospital: লোকে লোকারণ্য SSKM হাসপাতাল, হঠাৎ পুলিশ ধরল তিনজনকে! পরিচয় ফাঁস হতেই তীব্র আলোড়ন

Last Updated:

Kolkata Hospital: পুলিশ জানাচ্ছে, চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে কখনও গ্রেফতার হচ্ছেন হাসপাতালের অস্থায়ী কর্মী, কখনও কোনও কর্মীর আত্মীয়।

এসএসকেএম হাসপাতালে দালাল-রাজ
এসএসকেএম হাসপাতালে দালাল-রাজ
কলকাতা: এসএসকেএম হাসপাতালে দালাল-চক্র বন্ধ করতে সাম্প্রতিক সময়ে একাধিক পদক্ষেপ করেছেন কর্তৃপক্ষ। সে জরুরি বিভাগে ট্রলি পার্সন চালু করাই হোক বা বিভিন্ন বিভাগের বাইরে সতর্কবার্তা দেওয়া। কিন্তু তার পরেও দালালদের উপদ্রবে যে পুরোপুরি রাশ টানা যায়নি, তা ফের প্রমাণ হল। এসএসকেএম হাসপাতালে গুন্ডা দমন শাখার তরফ থেকে অভিযান চালানো হলে সেখান থেকে তিনজন দালালকে গ্রেফতার করে গোয়েন্দারা। তিন দালালই ভবানীপুর থানা এলাকায় থাকে। তাঁদের নাম অভিষেক মল্লিক, অভয় বাল্মীকি এবং দেব মল্লিক। আজ তাদের আদালতে পেশ করা হবে।
পুলিশ জানাচ্ছে, চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে কখনও গ্রেফতার হচ্ছেন হাসপাতালের অস্থায়ী কর্মী, কখনও কোনও কর্মীর আত্মীয়। কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, রোগীরা সচেতন না হলে পরিস্থিতি পাল্টানো মুশকিল।
advertisement
একেবারে সম্প্রতি সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়ে সরব হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মোটা টাকার বিনিময়ে আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রির অভিযোগ করেন তিনি। কামারহাটির বিধায়কের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালে আইসিসিইউ-র জন্য ৬০০০ টাকা, রক্তের জন্য ১৭০০ টাকা দর। অভিযোগ, রমেন হালদার নামে এক রোগীকে ভর্তি করার জন্য তাঁর পরিবারের কাছে I CCU-র বেডের জন্য ৬ হাজার ও রক্তের জন্য ১৭০০ টাকা দাবি করে দালালরা।
advertisement
পাশাপাশি প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ, তৃণমূল বিধায়কের। মদন মিত্রের বক্তব্য, ‘পুলিশ ও প্রশাসনের কাছে গোটা বিষয়টা দেখতে বিধায়ক হিসেবে জানাচ্ছি। প্রয়োজন পড়লে তাঁদের পায়ে পড়ে অনুরোধ করব, যে আপনারা মানুষগুলোকে এভাবে মরতে দেবেন না।’ এরপরই এসএসকেএম হাসপাতালে গুন্ডা দমন শাখার অভিযানে ধরা পড়ল তিন দালাল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Hospital: লোকে লোকারণ্য SSKM হাসপাতাল, হঠাৎ পুলিশ ধরল তিনজনকে! পরিচয় ফাঁস হতেই তীব্র আলোড়ন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement