Animal: হুবহু মানুষের দাঁত-ঠোঁট, কী এটা? বিজ্ঞানীদেরও মাথায় হাত! শুনলে আকাশ থেকে পড়বেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Animal: অনেকেই এই মাছ দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন এবং মানুষের মতো মাছটির দাঁত দেখেও চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল সকলের!
সামাজিক মাধ্যমে প্রায়শই উদ্ভট এবং রহস্যময় প্রাণীদের ভিডিও বা ছবি ভাইরাল হতে থাকে। কিন্তু বছর তিন আগে মানুষের মতো বৈশিষ্ট্যযুক্ত একটি মাছের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। মালয়েশিয়ার দেখা মিলেছিল এই প্রাণীর। ভাইরাল ছবিগুলিতে মানুষের ঠোঁট এবং দাঁত স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল।
মালয়েশিয়ার মেলা ওই মাছটির দুটি ছবি শেয়ার হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন ওই প্রাণী ঘিরে। অনেকেই এই মাছ দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন এবং মানুষের মতো মাছটির দাঁত দেখেও চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল সকলের!
advertisement
advertisement
রাকিয়াত পোস্ট মাছটিকে ট্রিগার ফিশ হিসাবে চিহ্নিত করে জানায়, মালয়েশিয়ার চারপাশে এটি দেখতে পাওয়া যায়। সেখানে অদ্ভুত চেহারার এই প্রাণীটি আইয়াম লাউট বা ইকান জেবং নামে পরিচিত। ট্রিগার ফিশটি বালিস্তেদে পরিবারের অন্তর্ভুক্ত এবং এগুলি বিশ্বের সমুদ্রের নানা অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
advertisement
সমুদ্র বিজ্ঞানীদের মতে, এই মাছগুলি তাদের বাজে আচরণ-এর জন্য বিখ্যাত এবং প্রায়শই অন্যান্য সমুদ্রের প্রাণী তথা ডাইভারদের উপরে হামলা করে। তারা তাদের শক্ত দাঁত এবং শক্তিশালী চোয়াল সামুদ্রিক আর্চিন এবং কাঁকড়াদের সঙ্গে লড়াই করার জন্য ব্যবহার করে। এই মাছের কামড় ডাইভিং স্যুটও পাংচার করে দিতে পারে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 9:23 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Animal: হুবহু মানুষের দাঁত-ঠোঁট, কী এটা? বিজ্ঞানীদেরও মাথায় হাত! শুনলে আকাশ থেকে পড়বেন