SSKM Cabin 12 and Half: মমতা সহ VVIP-দের এসএসকেএম-এর ঠিকানা সাড়ে বারো নম্বর কেবিন! কেন এমন নম্বর? কী রহস্য?

Last Updated:

SSKM Cabin 12 and Half: এসএসকেএম মুখ্যমন্ত্রী আচমকা স্বাস্থ্য পরীক্ষা করাতে এলেন। নিয়ে যাওয়া হলো সাড়ে বারো নম্বর কেবিনে! কেন এই সাড়ে বারো নম্বর কেবিন? কী রহস্য লুকিয়ে?

রহস্যের নাম SSKM-এর সাড়ে বারো নম্বর কেবিন!
রহস্যের নাম SSKM-এর সাড়ে বারো নম্বর কেবিন!
কলকাতা, অর্পিতা হাজরা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কেন এসএসকেএমের সাড়ে বারো নম্বর কেবিনে! এসএসকেএমে উডবার্ন ওয়ার্ডের সাড়ে বারো নম্বর কেবিনে সোজাসুজি ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেল চারটে চার মিনিটে। কিন্তু এই সাড়ে বারো কেবিনের এমন কেন নম্বর?
হাসপাতাল সূত্রে খবর, ব্রিটিশ আমলে তেরো নম্বরকে অনলাকি বলে মনে করা হত। তাই ওই সময় সাড়ে বারো নম্বর কেবিনের নম্বর দেওয়া হয়। অনলাকি থার্টিনকে অশুভ বলে মানা হত। তাই ব্রিটিশ আমলে  সাড়ে বারো  কেবিন নম্বর দেওয়া হয়। এটাকে লাকি বা শুভ হিসাবে মানা হত। তাই সেসময় থেকেই উডবার্ন ওয়ার্ডয়ে সাড়ে বারো  কেবিনের নম্বর দেওয়া হয়। এর আগে  অনেক হাই প্রোফাইল ব্যক্তি ওই সাড়ে বারো নম্বর রুমে চিকিৎসা করিয়েছেন।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পায়ে চোট লেগেছে। পায়ে ব্যথা। যে কারণে তাকে হাসপাতালে গাড়ি থেকে নেমে ঢোকার সময় দেখা গেল তিনি পা কিছুটা টেনে চলছেন। বিদেশ সফর থেকে সম্প্রতি ফিরে তাই চেক আপের জন্য এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় যান। রবিবার বিকেল চারটে চার মিনিটে উডবার্ন ওয়ার্ডে  আসেন। গাড়ি থেকে নেমে নিজে হেঁটেই ঢোকেন।
advertisement
হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, সাড়ে বারো নম্বর কেবিনে তাঁকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা জানান, মুখ্যমন্ত্রীর বা হাঁটুতে পুরনো চোটের জায়গায় ফের চোট লেগেছে। এমআরআই করা হয়েছে। আগামী দশদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSKM Cabin 12 and Half: মমতা সহ VVIP-দের এসএসকেএম-এর ঠিকানা সাড়ে বারো নম্বর কেবিন! কেন এমন নম্বর? কী রহস্য?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement