SSKM Cabin 12 and Half: মমতা সহ VVIP-দের এসএসকেএম-এর ঠিকানা সাড়ে বারো নম্বর কেবিন! কেন এমন নম্বর? কী রহস্য?
- Written by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SSKM Cabin 12 and Half: এসএসকেএম মুখ্যমন্ত্রী আচমকা স্বাস্থ্য পরীক্ষা করাতে এলেন। নিয়ে যাওয়া হলো সাড়ে বারো নম্বর কেবিনে! কেন এই সাড়ে বারো নম্বর কেবিন? কী রহস্য লুকিয়ে?
কলকাতা, অর্পিতা হাজরা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কেন এসএসকেএমের সাড়ে বারো নম্বর কেবিনে! এসএসকেএমে উডবার্ন ওয়ার্ডের সাড়ে বারো নম্বর কেবিনে সোজাসুজি ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেল চারটে চার মিনিটে। কিন্তু এই সাড়ে বারো কেবিনের এমন কেন নম্বর?
হাসপাতাল সূত্রে খবর, ব্রিটিশ আমলে তেরো নম্বরকে অনলাকি বলে মনে করা হত। তাই ওই সময় সাড়ে বারো নম্বর কেবিনের নম্বর দেওয়া হয়। অনলাকি থার্টিনকে অশুভ বলে মানা হত। তাই ব্রিটিশ আমলে সাড়ে বারো কেবিন নম্বর দেওয়া হয়। এটাকে লাকি বা শুভ হিসাবে মানা হত। তাই সেসময় থেকেই উডবার্ন ওয়ার্ডয়ে সাড়ে বারো কেবিনের নম্বর দেওয়া হয়। এর আগে অনেক হাই প্রোফাইল ব্যক্তি ওই সাড়ে বারো নম্বর রুমে চিকিৎসা করিয়েছেন।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পায়ে চোট লেগেছে। পায়ে ব্যথা। যে কারণে তাকে হাসপাতালে গাড়ি থেকে নেমে ঢোকার সময় দেখা গেল তিনি পা কিছুটা টেনে চলছেন। বিদেশ সফর থেকে সম্প্রতি ফিরে তাই চেক আপের জন্য এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় যান। রবিবার বিকেল চারটে চার মিনিটে উডবার্ন ওয়ার্ডে আসেন। গাড়ি থেকে নেমে নিজে হেঁটেই ঢোকেন।
advertisement
হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, সাড়ে বারো নম্বর কেবিনে তাঁকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা জানান, মুখ্যমন্ত্রীর বা হাঁটুতে পুরনো চোটের জায়গায় ফের চোট লেগেছে। এমআরআই করা হয়েছে। আগামী দশদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 24, 2023 8:04 PM IST










