Kolkata Fire: রেস্তোরাঁর কিচেনে ফ্রাইং প্যান থেকেই... ৫ মাসের মাথায় ফের আগুন অ‍্যাক্রোপলিসে! কীভাবে ঘটল দুর্ঘটনা?

Last Updated:

Acropolis Mall Fire: ৫ মাসের মাথায় ফের আগুন লাগার ঘটনা অ‍্যাক্রোপলিস মলে। গত জুন মাসেও আগুন লেগেছিল কলকাতার নামজাদা এই শপিং মলে। সোমবার সকালে এই শপিং মলের দ্বিতীয় তলায় ফের লাগে আগুন।

রেস্তোরাঁর কিচেনে ফ্রাইং প্যান থেকেই... ৫ মাসের মাথায় ফের আগুন অ‍্যাক্রোপলিসে! কীভাবে ঘটল দুর্ঘটনা?
রেস্তোরাঁর কিচেনে ফ্রাইং প্যান থেকেই... ৫ মাসের মাথায় ফের আগুন অ‍্যাক্রোপলিসে! কীভাবে ঘটল দুর্ঘটনা?
কলকাতা: ৫ মাসের মাথায় ফের আগুন লাগার ঘটনা অ‍্যাক্রোপলিস মলে। গত জুন মাসেও আগুন লেগেছিল কলকাতার নামজাদা এই শপিং মলে। সোমবার সকালে এই শপিং মলের দ্বিতীয় তলায় ফের লাগে আগুন। মলের মধ‍্যে থাকা একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকেই আগুন লেগেছে বলেই সূত্রের খবর। যদিও বর্তমানে নিয়ন্ত্রণে পরিস্থিতি।
জানা গিয়েছে, অ‍্যাক্রোপলিস মলের ফুড কোর্টে একটি জনপ্রিয় রেস্তোঁরা থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটে। কী কারণে আগুন তা যদিও এখনও স্পষ্ট নয়, বলেই জানিয়েছে মল কর্তৃপক্ষ। মল কর্তৃপক্ষ সর্বাণী মুখোপাধ‍্যায় জানিয়েছেন, ‘আমাদের ইন্টারনাল (মলের অন্দরে কর্মরত) স্টাফরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওই রেস্তোরাঁর কিচেনে একটি ফ্রাইং প্যানে আগুন লাগে প্রাথমিকভাবে এমনটাই জানতে পারছি। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব হয়েছে। জনসাধারণের জন্য খোলা রয়েছে মল।’’ ৫ মাস আগে অ‍্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে প্রায় মাস দেড়েক বন্ধ ছিল কলকাতার অভিজাত এই মল।
advertisement
advertisement
অ‍্যাক্রোপলিসের জেনারেল ম‍্যানেজার জানিয়েছেন, ‘‘সকাল ১০.৪০ মিনিটে অ্যাক্রোপলিস মলের রেস্তোরাঁ সরঞ্জামে একটি ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের মলের টিম দ্রুততার সঙ্গে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। মল এখন একেবারেই নিরাপদ। আমরা আমাদের দক্ষ এবং প্রশিক্ষিত টিমের জন‍্য গর্বিত।’’
advertisement
প্রসঙ্গত, গত জুন মাসে এর আগেও অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গিয়েছিল মলটি৷ সেবার শপিং মলের তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুকস্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি ৷ পুজোর আগে খুলবে কী না, তা নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল ৷ তবে পুনরায় মলটি খোলার ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ কারণ মলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। মল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Fire: রেস্তোরাঁর কিচেনে ফ্রাইং প্যান থেকেই... ৫ মাসের মাথায় ফের আগুন অ‍্যাক্রোপলিসে! কীভাবে ঘটল দুর্ঘটনা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement