Egg Kitchen Hacks: ডিম সেদ্ধ করতে গেলেই ফেটে যায়? বেরিয়ে আসে ভেতরের কুসুম! জলে মাত্র ১ চামচ এই জিনিস ফেলে দিলেই কেল্লাফতে, সেদ্ধ হবে ‘পারফেক্ট’

Last Updated:
How to boil egg without breaking: কিন্তু ডিম সেদ্ধ করতে গেলেই একটি চেনা সমস‍্যায় পড়েন প্রচুর জনেই। তা হল জলে ডিম সেদ্ধ করতে গেলেই তা অনেক সময় ফেটে যায়।
1/7
প্রোটিনের অন‍্যতম সেরা উত্‍স ডিম। শরীরে প্রোটিন-সহ অন‍্যান‍্য প্রয়োজনীয় উপাদানের ঘাটতি মেটাতে প্রতিদিন খাওয়া উচিত ডিম। একথা বারবার বলেন চিকিত্‍সকরাও।
প্রোটিনের অন‍্যতম সেরা উত্‍স ডিম। শরীরে প্রোটিন-সহ অন‍্যান‍্য প্রয়োজনীয় উপাদানের ঘাটতি মেটাতে প্রতিদিন খাওয়া উচিত ডিম। একথা বারবার বলেন চিকিত্‍সকরাও।
advertisement
2/7
বিভিন্ন ভাবে খাওয়া যায় ডিম। তবে বেশিরভাগ সময়ই ডিম হয় সেদ্ধ করে না হয় ভেজে খাওয়া হয়। স্বাস্থ‍্যের দিক থেকে বিচার করলে সেদ্ধ ডিম আরও বেশি উপকারী।
বিভিন্ন ভাবে খাওয়া যায় ডিম। তবে বেশিরভাগ সময়ই ডিম হয় সেদ্ধ করে না হয় ভেজে খাওয়া হয়। স্বাস্থ‍্যের দিক থেকে বিচার করলে সেদ্ধ ডিম আরও বেশি উপকারী।
advertisement
3/7
কিন্তু ডিম সেদ্ধ করতে গেলেই একটি চেনা সমস‍্যায় পড়েন প্রচুর জনেই। তা হল জলে ডিম সেদ্ধ করতে গেলেই তা অনেক সময় ফেটে যায়।
কিন্তু ডিম সেদ্ধ করতে গেলেই একটি চেনা সমস‍্যায় পড়েন প্রচুর জনেই। তা হল জলে ডিম সেদ্ধ করতে গেলেই তা অনেক সময় ফেটে যায়।
advertisement
4/7
ডিমের ভেতরের সব হলুদ ও সাদা অংশ বেরিয়ে আসতে শুরু করে। ফলে ডিম ফোটানোর জলও নোংরা হয়ে যায়। ডিম একেবারে নষ্ট হয়ে যায়। খাওয়া সম্ভব হয়। জলও আঁশটে গন্ধ হয়ে যায়।
ডিমের ভেতরের সব হলুদ ও সাদা অংশ বেরিয়ে আসতে শুরু করে। ফলে ডিম ফোটানোর জলও নোংরা হয়ে যায়। ডিম একেবারে নষ্ট হয়ে যায়। খাওয়া সম্ভব হয়। জলও আঁশটে গন্ধ হয়ে যায়।
advertisement
5/7
খুবই চেনা এই সমস‍্যায় পড়তে হয়েছে অনেককে। তবে জানেন কি খুব সহজে এই ঝামেলার অবসান হতে পারে। ডিম সেদ্ধ করার সময় একটি ছোট্ট হ‍্যাক মেনে চললেই কেল্লাফতে।
খুবই চেনা এই সমস‍্যায় পড়তে হয়েছে অনেককে। তবে জানেন কি খুব সহজে এই ঝামেলার অবসান হতে পারে। ডিম সেদ্ধ করার সময় একটি ছোট্ট হ‍্যাক মেনে চললেই কেল্লাফতে।
advertisement
6/7
শেফ পঙ্কজ ভাদৌরিয়া জানালেন একটি সহজ পদ্ধতি। তাঁর মতে, ডিম সেদ্ধ করার সময় ওই জলে এক টেবিল চামচ সাদা ভিনেগার যোগ করুন।
শেফ পঙ্কজ ভাদৌরিয়া জানালেন একটি সহজ পদ্ধতি। তাঁর মতে, ডিম সেদ্ধ করার সময় ওই জলে এক টেবিল চামচ সাদা ভিনেগার যোগ করুন।
advertisement
7/7
ডিম ফুটবে কিন্তু খোসা ফাটবে না। এতে ডিম ঠিকমত সেদ্ধ হবে। প্রসঙ্গত, শরীরের জন‍্য অত‍্যন্ত প্রয়োজনীয় প্রোটিনের উত্‍স হল ডিম। তাই রোজের পাতে অবশ‍্যই রাখা উচিত এই খাবার।
ডিম ফুটবে কিন্তু খোসা ফাটবে না। এতে ডিম ঠিকমত সেদ্ধ হবে। প্রসঙ্গত, শরীরের জন‍্য অত‍্যন্ত প্রয়োজনীয় প্রোটিনের উত্‍স হল ডিম। তাই রোজের পাতে অবশ‍্যই রাখা উচিত এই খাবার।
advertisement
advertisement
advertisement