শহরে ঠাণ্ডা বাড়লেই কি ডেঙ্গির প্রকোপ কমবে ?
Last Updated:
বাতাসে জলীয় বাষ্প থাকার কারণেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বলছেন পতঙ্গবিদরা।
#কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বাড়ছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। সরকারের তরফে ডেঙ্গি নিয়ন্ত্রণের দাবি করা হলেও, হাসপাতালগুলির ছবি বলছে অন্য কথা। কলকাতায় মেডিক্যাল কলেজগুলিতে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা ইতিমধ্যেই ৬০০ ছাড়িয়েছে। একই ছবি জেলার হাসপাতালগুলিতেও। যদিও গবেষকদের আশ্বাস, শীত বাড়লেই ডেঙ্গির প্রকোপ কমবে।
বর্ষা চলে গেলেও, থেকে গিয়েছে ডেঙ্গি। বরং দিনে দিনেই বাড়ছে এর প্রকোপ। সেপ্টেম্বরে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনার কয়েকটি জায়গায় ডেঙ্গির প্রকোপ থাকলেও, অক্টোবরেই তা ছড়িয়ে পড়েছে অন্যান্য অঞ্চলে। শহরতলির মধ্যে ডেঙ্গি নতুন করে থাবা বসায় বরাহনগর, দমদম এলাকায়। এছাড়াও উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর, বিষ্ণুপুরে ব্যাপক আকারে দেখা দিয়েছে ডেঙ্গির প্রকোপ। ফলে রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। কলকাতার হাসপাতালগুলির অবস্থা দেখলেই যে ছবিটা পরিষ্কার।
advertisement
বাড়ছে ডেঙ্গির প্রকোপ
advertisement
- বেলেঘাটা আইডি-তে ভর্তি - ২১৯জন
- আর জি কর মেডিক্যালে - ১২২জন
- কলকাতা মেডিক্যাল সংখ্যাটা - ৭৮
- নীলরতন সরকার মেডিক্যালে ভর্তি - ১০৩জন
- ন্যাশনাল মেডিক্যালে ভর্তি - ৬৫জন
- এসএসকেএম সংখ্যাটা - ৩৪জন
advertisement
- এম আর বাঙুর - ২৬
- বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি - ৫৪জন
শহরের পাশাপাশি জেলার হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির ছবিও এক। পরিকাঠামোর অভাবে অধিকাংশ রোগীদেরই পাঠানো হয় কলকাতায়।
বাতাসে জলীয় বাষ্প থাকার কারণেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বলছেন পতঙ্গবিদরা। তাঁদের আশ্বাস সতর্ক থাকুন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দাবি গবেষকদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2016 8:45 AM IST

