বউবাজারে ক্ষতিপূরণ নিতে গরমিল, একই পরিবারকে ভেঙে দেখানোর অভিযোগ
Last Updated:
৮৩ জনকে ক্ষতিপূরণ দেওয়ার পর দেখা যাচ্ছে একই পরিবারকে অনেকগুলিতে ভেঙে দেখানো হচ্ছে। ১১২টি ঘটনা নজরে পড়েছে মেট্রো কর্তৃপক্ষের ৷
#বউবাজার: ক্ষতিপূরণের টাকা নিতে গেলে এবার মেট্রো কর্তৃপক্ষকে মুচলেকা দিতে হবে বউবাজারের ঘরছাড়াদের। ঠগ বাছতে নয়া সিদ্ধান্ত কেএমআরসিএলের। ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকা নিতে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠায়, মুচলেকার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।
- বউবাজারে ক্ষতিপূরণ নিতে তথ্যে গরমিল!
বউবাজার-বিপর্যয়ের পর পুলিশ-পুরসভার সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করতে শুরু করে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিডেট বা KMRCL। প্রথম পর্যায়ে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ঘরছাড়াদের একাংশের হাতে।
advertisement
৮৩ জনকে ক্ষতিপূরণ দেওয়ার পর দেখা যাচ্ছে একই পরিবারকে অনেকগুলিতে ভেঙে দেখানো হচ্ছে। ১১২টি ঘটনা নজরে পড়েছে মেট্রো কর্তৃপক্ষের ৷
advertisement
পুরসভা ও পুলিশকে জানানোর পাশাপাশি মুচলেকা-ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে কেএমআরসিএল।
- ঠগ বাছতে মুচলেকা
- ক্ষতিপূরণ পেতে মুচলেকা মেট্রোকে
একইসঙ্গে বউবাজারের ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবছে মেট্রো কর্তৃপক্ষ। কাদের, কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, তা ঠিক করতে শীঘ্রই বৈঠক করবে KMRCL।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2019 5:47 PM IST