কসবাকাণ্ডের জের! যোগেশ চন্দ্র ল কলেজে এবার ছাত্র সংসদের নতুন নীতি, ৫ বছর 'নো এন্ট্রি' প্রাক্তনীদের!

Last Updated:

যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপর ৫ বছরের কুলিং পিরিয়ড নীতি কার্যকর হয়েছে. সাম্প্রতিক বিতর্কের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ কৃতিত্বের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকবে।

কসবাকাণ্ডের জের! যোগেশ চন্দ্র ল কলেজে এবার ছাত্র সংসদের নতুন নীতি, ৫ বছর 'নো এন্ট্রি' প্রাক্তনীদের!
কসবাকাণ্ডের জের! যোগেশ চন্দ্র ল কলেজে এবার ছাত্র সংসদের নতুন নীতি, ৫ বছর 'নো এন্ট্রি' প্রাক্তনীদের!
কসবা ধর্ষণকাণ্ড ঘিরে বিতর্কের পর, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপর ছাত্র সংসদের অনুষ্ঠান ও কর্মকাণ্ডে অংশগ্রহণে কড়া বিধি জারি করল কলেজের ছাত্র সংসদ। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজের পড়াশোনা শেষ করার পর কোনও প্রাক্তন ছাত্র বা ছাত্রী পরবর্তী ৫ বছর কলেজের ছাত্র সংসদের কোনও অনুষ্ঠান বা প্রোগ্রামে আমন্ত্রণ পাবেন না এবং অংশগ্রহণ করতেও পারবেন না। আজ, ১ জুলাই ২০২৫ থেকে এই নীতি কার্যকর হয়েছে।
ছাত্র সংসদের তরফে জানানো হয়েছে, কলেজের প্রাক্তনীদের সঙ্গে সুস্থ এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখলেও সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই ‘৫ বছরের কুলিং পিরিয়ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই সময়কালে প্রাক্তনরা কোনওরকম আমন্ত্রণ, বক্তৃতা কিংবা ইউনিয়নের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে যুক্ত হতে পারবেন না।
advertisement
advertisement
তবে এই নীতির কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। যদি কোনও প্রাক্তন ছাত্র বা ছাত্রী, পাশ করার পাঁচ বছরের মধ্যে পূর্ণকালীন সহকারী অধ্যাপক (UGC স্বীকৃত) হিসাবে নিযুক্ত হন, অথবা UPSC/PSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক পদে পৌঁছান, কিংবা ১০ বছরের পুরনো কোনও ল ফার্ম বা LPO-র অংশীদার হন, এবং তাঁর কৃতিত্ব বর্তমান ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণার বিষয় হয়—তবে তাঁকে ছাড় দেওয়া হবে।
advertisement
অন্যদিকে সরস্বতী পুজো বা বিশেষ কিছু খেলা যেমন প্রাক্তন বনাম বর্তমান ক্রিকেট বা ফুটবল ম্যাচের মতো আলাদা কিছু অনুষ্ঠানে এই ‘কুলিং পিরিয়ড’ প্রযোজ্য হবে না।
ছাত্র সংসদ স্পষ্ট জানিয়েছে, কলেজের বর্তমান ছাত্রদের স্বার্থে এবং ছাত্র রাজনীতিতে প্রাক্তনদের অতিরিক্ত হস্তক্ষেপ রুখতেই এই পদক্ষেপ। ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই নীতিকে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
advertisement
প্রসঙ্গত সাউথ ক্যালকাটা ল কলেজে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রাক্তনী হয়ে যাওয়ার পরেও কলেজে ব্যাপকভাবে প্রভাবশালী হিসেবেই পরিচিত ছিল। কলেজে অস্থায়ী চাকরি ছাড়াও ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য ক্ষেত্রে তার প্রভাবশালী হওয়ার প্রমাণ মিলেছে। সেই ধরনের ঘটনা এড়াতেই দক্ষিণ কলকাতার আরো একটি ল কলেজে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করছেন অনেকেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কসবাকাণ্ডের জের! যোগেশ চন্দ্র ল কলেজে এবার ছাত্র সংসদের নতুন নীতি, ৫ বছর 'নো এন্ট্রি' প্রাক্তনীদের!
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement