এ কী হাল জ্যোতিপ্রিয়র...! প্রেসিডেন্সি জেলে রাত বাড়তেই যা করলেন মন্ত্রী, তাজ্জব সবাই

Last Updated:

Jyotipriya Mallick: রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিকানা হল সেই 'পয়লা বাইশ' সেল। ইডি হেফাজতে বাঁচবেন না বলে দাবি করেছিলেন। এবার জেলে এসে কেমন আছেন অসুস্থ মন্ত্রী?

জ্যোতিপ্রিয় মল্লিক
জ্যোতিপ্রিয় মল্লিক
কলকাতা: আগেই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলের পয়লা নম্বর সেলে এবার ঠাঁই হল তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা তথা মন্ত্রীর। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিকানা হল সেই ‘পয়লা বাইশ’ সেল। ইডি হেফাজতে বাঁচবেন না বলে দাবি করেছিলেন। এবার জেলে এসে কেমন আছেন অসুস্থ মন্ত্রী?
জেলসুত্রে খবর, অসুস্থ রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক জেলে তার সেলে মাটিতেই কম্বল পেতে শুচ্ছেন। একজন রক্ষী সর্বক্ষণ নজরদারি করছেন তাঁর উপর। প্রেসিডেন্সি জেলের চিকিৎসক তাঁকে পরীক্ষা করছেন।
advertisement
সূত্রের খবর, জেলের প্রথম রাতে চোখের জল ফেলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। জেলে মন্ত্রীর জন্য কোনও খাটের ব্যবস্থা নেই। তাই মাটিতেই কম্বল পেতে শুয়ে রাত কাটিয়েছেন জ্যোতিপ্রিয়। এমনকী কারও সঙ্গে কোনও কথাও বলেননি তিনি। চোখের জল ফেলেছেন কেবল।
advertisement
প্রসঙ্গত, রবিবার রাতেই প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। রাতের বেলা যাওয়ায় তার সঙ্গে দেখা হয়নি বাকি বন্দিদের। তবে একই সেলে যে ‘বালু’ আসছেন তা আগেই জেনেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর ‘পয়লা বাইশে’ মুখোমুখি দেখা হয় দুই রাজনৈতিক সতীর্থর। প্রেসিডেন্সি জেলের এই সেলেই ২০২১ সাল থেকে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত পয়লা বাইশ সেলে রয়েছেন গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক মাণিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহা। আছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অনেকেই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
এ কী হাল জ্যোতিপ্রিয়র...! প্রেসিডেন্সি জেলে রাত বাড়তেই যা করলেন মন্ত্রী, তাজ্জব সবাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement