এ কী হাল জ্যোতিপ্রিয়র...! প্রেসিডেন্সি জেলে রাত বাড়তেই যা করলেন মন্ত্রী, তাজ্জব সবাই
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Jyotipriya Mallick: রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিকানা হল সেই 'পয়লা বাইশ' সেল। ইডি হেফাজতে বাঁচবেন না বলে দাবি করেছিলেন। এবার জেলে এসে কেমন আছেন অসুস্থ মন্ত্রী?
কলকাতা: আগেই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলের পয়লা নম্বর সেলে এবার ঠাঁই হল তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা তথা মন্ত্রীর। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিকানা হল সেই ‘পয়লা বাইশ’ সেল। ইডি হেফাজতে বাঁচবেন না বলে দাবি করেছিলেন। এবার জেলে এসে কেমন আছেন অসুস্থ মন্ত্রী?
জেলসুত্রে খবর, অসুস্থ রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক জেলে তার সেলে মাটিতেই কম্বল পেতে শুচ্ছেন। একজন রক্ষী সর্বক্ষণ নজরদারি করছেন তাঁর উপর। প্রেসিডেন্সি জেলের চিকিৎসক তাঁকে পরীক্ষা করছেন।
advertisement
সূত্রের খবর, জেলের প্রথম রাতে চোখের জল ফেলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। জেলে মন্ত্রীর জন্য কোনও খাটের ব্যবস্থা নেই। তাই মাটিতেই কম্বল পেতে শুয়ে রাত কাটিয়েছেন জ্যোতিপ্রিয়। এমনকী কারও সঙ্গে কোনও কথাও বলেননি তিনি। চোখের জল ফেলেছেন কেবল।
advertisement
প্রসঙ্গত, রবিবার রাতেই প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। রাতের বেলা যাওয়ায় তার সঙ্গে দেখা হয়নি বাকি বন্দিদের। তবে একই সেলে যে ‘বালু’ আসছেন তা আগেই জেনেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর ‘পয়লা বাইশে’ মুখোমুখি দেখা হয় দুই রাজনৈতিক সতীর্থর। প্রেসিডেন্সি জেলের এই সেলেই ২০২১ সাল থেকে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত পয়লা বাইশ সেলে রয়েছেন গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক মাণিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহা। আছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অনেকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 12:43 PM IST