Mamata Banerjee: ‘শাড়ি সালোয়ারের ছবি তুলছে, চিনির কৌটো উল্টে দিচ্ছে’, ইডি-র তল্লাশি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মমতা

Last Updated:

বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা৷ পুজোর আগে হানা রথীন, ফিরহাদের বাড়িতেও৷

কলকাতা: বৃহস্পতিবার সকাল সকাল রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে ইডি৷ এছাড়াও, একযোগে তল্লাশি চালানো হচ্ছে আরও ৭টি জায়গায়৷ তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক (পিএ) এবং চার্টার্ড অ্যাকাউন্ট (সিএ)-র বাড়িতেও৷ এদিনের তল্লাশির পরে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রথীন ঘোষ, ফিরহাদ হাকিমের পরে জ্যোতিপ্রিয় মল্লিক৷ পুজোর আগে পরে, তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি-সিবিআই৷ কখনও পুর দুর্নীতি তো কখনও রেশন৷ এদিন মমতা বললেন, ‘‘আজ আমি বলতে বাধ্য হচ্ছি জেলায় জেলায় পুজো কার্নিভাল, জেলার সব নেতা মন্ত্রীরা ব্যস্ত, আজ ভোর বেলায় থেকে বিজয়া দশমী করতে গেছে। দেখছে বালুর বাড়ি থেকে রেড করতে গেছে। এটা একটা নোংরা খেলা!’’
advertisement
আরও পড়ুন: নাগেরবাজারে তিন তিনটে ফ্ল্যাট! জ্যোতিপ্রিয়ের আপ্ত সহায়কের বাড়িতেও ইডির হানা
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ‘নোংরা’ খেলা খেলতে বলে অভিযোগ করেন মমতা৷ বলেন, ‘‘পুজোর আগে রথীন এরবাড়িতে রেড করেছে।যা ইচ্ছা তাই করে যাচ্ছে।’’
advertisement
ফিরহাদ হাকিমের স্ত্রীয়ের কথার প্রসঙ্গ তুলে বলেন, ‘‘ববি এর বউ-এর থেকে শুনেছিলাম ঘি-এর কৌটো, চিনি কৌটোটাও উল্টে দিচ্ছে। এমনকি ছবি তুলছে কটা শাড়ি আছে, সালোয়ার কামিজ আছে, কটা কসমেটিকস আছে।’’
advertisement
আরও পড়ুন: ‘বাবাকে বলেছিলাম দীপিকা পাডুকোণকে বিয়ে করবই!’ দেখুন রণবীরের স্বপ্নের বিয়ের সেই ভিডিও
তাঁর কথায়, ‘‘বিজেপির নেতাদের বাড়িতে তাহলে কেন রেড করা হচ্ছে না? বিজেপির নেতাদের বাড়িতে কেন তল্লাশি নয়?’’ বিজেপি-কে আবারও ‘প্যাথলজিক্যাল লায়ার’ বলে সম্বোধন করেন তৃণমূলনেত্রী৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘শাড়ি সালোয়ারের ছবি তুলছে, চিনির কৌটো উল্টে দিচ্ছে’, ইডি-র তল্লাশি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement