Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে ফের মমতার কথা! যা বললেন, চমকে উঠল ভরা আদালত
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Justice Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংযোজন, ''খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।''
কলকাতা: ফের বেনজির ঘটনা কলকাতা হাইকোর্টে। দেশের কোনও মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন ভূষয়ী প্রশংসা কোনও হাইকোর্টের বিচারপতি করেছেন কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই। সোমবার নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এক মামলার শুনানিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম না নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ”কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন। তাঁদের শ্রদ্ধা করি না। কিন্তু ওই দলের সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন।”
এখানেই শেষ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সংযোজন, ”খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।” এখানে সুপ্রিমো বলতে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়েছেন, তা বলাই বাহুল্য। এই কথাগুলি বিচারপতি বলেন হাইকোর্টের বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের উপস্থিতিতেই।
advertisement
advertisement
বারের সম্পাদককে উদ্দেশ্য করে এমন বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরিবর্তে বারের সম্পাদক বলেন, ”তাঁর কাছ থেকে এমন আশা করবেন না। কারণ, তিনি আমাদের জগতের মানুষ। নিয়মিত মেম্বারশিপ রয়েছে।”
প্রসঙ্গত, তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তীব্র নিন্দা করে স্পেশ্যাল বেঞ্চ গঠন করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয় আদালত। সোমবার হাইকোর্টে এমনই আবেদন করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁকে লিখিত অভিযোগ জানাতে বলেন প্রধান বিচারপতি।
advertisement
এই পরিপ্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় নাম না করে মন্তব্য করেন, ”আমরা সেই সব রাজনৈতিক নেতাদের সম্মান করি না, যাঁরা আদালতের নামে ভুল কথা বলেন।” এরপর তিনি আবার বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তিনি অনেকবার আদালতে এসেছেন। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। দায়িত্বশীল রাজনীতিবিদ।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2023 6:11 PM IST









