Indian Railways: লোকাল ট্রেনের লেডিস কামরায় নতুন নিয়ম চালু, রাত ৯টা বাজলেই চোখে পড়বে বদল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভারতীয় রেলের তরফ থেকে মহিলারা যাতে সুরক্ষিত এবং নিশ্চিন্তভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন, তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়ে থাকে।
কলকাতা: রেল পরিষেবা ছাড়া সাধারণ মানুষের যাতায়াত করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভবই। প্রতিদিন দেশের ৫০ লক্ষের বেশি মানুষ কেবলমাত্র ট্রেনের উপর ভর করেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। সে লোকাল ট্রেন হোক অথবা এক্সপ্রেস ট্রেন। যাতায়াতের প্রধান মেরুদন্ডই হয়ে উঠেছে ট্রেন।
advertisement
ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে মহিলাদের আলাদা করে গুরুত্ব দেওয়া হয়ে থাকে বরাবর। ভারতীয় রেলের তরফ থেকে মহিলারা যাতে সুরক্ষিত এবং নিশ্চিন্তভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন, তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়ে থাকে।
advertisement
যেমন লোকাল ট্রেনের জন্য আলাদা করে লেডিস কামরার ব্যবস্থা রয়েছে, ঠিক সেই রকমই আরও একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয় রেলের তরফে। এবার ভারতীয় রেলের তরফে লোকাল ট্রেনের লেডিস কামরায় নতুন এক নিয়ম আনা হয়েছে এবং সেই নিয়ম আনা হয়েছে মূলত লেডিস কামলার যাত্রীদের সুরক্ষা আরও কয়েকগুণ বৃদ্ধি করার জন্য।
advertisement
নতুন এই নিয়ম ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে ভারতীয় রেলের তরফে। সেই নিয়ম অনুসারে ঠিক রাত ন’টা বাজলেই লেডিস কামরায় সেই পরিবর্তন চোখে আসবে। রেলের এই বন্দোবস্তের ফলে লেডিস কামরার যাত্রীরা অর্থাৎ মহিলা যাত্রীরা নিশ্চিন্তে সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
advertisement
কী সেই নতুন নিয়ম? প্রতিটি লোকাল ট্রেন যেগুলি রাতে যাতায়াত করে থাকে সেই সকল লোকাল ট্রেনে রাত ন’টা থেকেই পাহারায় থাকবে জিআরপি। রাত ন’টা থেকে সকাল ছয়টা পর্যন্ত প্রতিটি লোকাল ট্রেনের লেডিস কামরায় জিআরপি মোতায়েন করা হচ্ছে। যাতে রাতে মহিলা যাত্রীরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারেন।
advertisement