Justice Abhijit Ganguly: আদালতের অনুমতি ছাড়া ED-CBI-এর বিরুদ্ধে ব্যবস্থা নয়, মুখ্যমন্ত্রীকে বার্তা বিচারপতির
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Justice Abhijit Ganguly: রাষ্ট্রপতিকে চিঠি লিখেও পরে প্রত্যাহার করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এজলাসে বসেই দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্ত করা সিবিআই ও ইডি অফিসারদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা FIR রুজু করতে পারবে না আদালতের অনুমতি ছাড়া। রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট পেশের নির্দেশ। টেটে’র OMR মিরর কপি সংরক্ষণ না করার সিদ্ধান্ত কার বা কিসের ভিত্তিতে ছিল। রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
advertisement
রাষ্ট্রপতিকে চিঠি লিখেও পরে প্রত্যাহার করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এজলাসে বসেই দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির একটি মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। কতদিন তদন্ত বন্ধ থাকবে? প্রমাণ নষ্ট হয়ে যাবে আর দোষীরা ঘুরে বেড়াবে? আরও অনেক মামলা নিয়ে আপনাকে (রাষ্ট্রপতি) পরে জানাব। আমার অনুরোধ যে আপনি দেশের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করুন এবং দয়া করে দ্রুত শুনানির ব্যবস্থা করুন। এতদিন শুনানি বন্ধ থাকলে কে কীভাবে তদন্ত করবে?
advertisement
গত ২ মার্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২০ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম নিয়ে সিবিআই সিটকে নতুন করে রেগুলার কেস রুজু করে তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি করে মানিক ভট্টাচার্য। মানিকের মামলায় ২৯ মার্চ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। ৫ মাস পেরোনোর পরেও সেই মামলার শুনানির জন্য আজও আসেনি। আমি বুঝতে পারছি না কতদিন তদন্ত বন্ধ থাকবে। এবং নথি সরানোর বন্দোবস্ত হবে। এই মামলার শুনানি দ্রুত করার অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পরে লেখার ইচ্ছে প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
advertisement
সিবিআই ডিআইজি এজলাসে হাজিরা দিয়ে তদন্তের সমস্যার কথা ব্যাখা করায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই ডিরেক্টরের হাজিরা নির্দেশ স্থগিত রাখলেন। ৪ অক্টোবর হাজিরা দেওয়ার কথা ছিল সিবিআই ডিরেক্টরের। কেউ যেন সিবিআই এবং আধিকারিকের বিরুদ্ধে কোন পদক্ষেপ না করে এবিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন। রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ বিচারপতির। দুর্নীতির বিরুদ্ধে Zero Tolerance নীতি নিয়ে চলতে হবে। এটা শুধু বড় বড় দুর্নীতিবাজদের মুখের বাণী হয়ে থাকলে হবে না। মন্তব্য বিচারপতির। মুখ্যসচিবের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 4:40 PM IST