Justice Abhijit Gangopadhyay: বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে কেন বার বার তলব? সিআইডি-র ভূমিকায় প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

সম্পত্তি সংক্রান্ত বিবাদ দিয়ে একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে দু বার ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিআইডি৷

বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে হেনস্থা নিয়ে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের৷
বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে হেনস্থা নিয়ে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের৷
বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে সিআইডি-র তৎপরতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে চলা এই মামলা কতটা গুরুত্বপূর্ণ, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে তাও জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
শুধু তাই নয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় পরামর্শ দিয়ে বলেন, রাজ্যকে আপনি বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন। চেষ্টা করে দেখুন। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ বিষয়ে প্রশ্ন করলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোনও মন্তব্য করেননি৷ বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ সুপ্রিম কোর্টই সিআইডি-কে কোনওরকম চাপে প্রভাবিত না হয়ে মামলার তদন্তের নির্দেশ দিয়েছিল৷ এ প্রসঙ্গেও বিচারপতি গঙ্গোপাধ্যায় এ দিন মন্তব্য করেন, সুপ্রিম কোর্ট তো সিআইডি এবং রাজ্যকে অনেক নির্দেশ দেয়। সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি একই রকম ভাবে মেনে চলে?
advertisement
advertisement
সম্পত্তি সংক্রান্ত বিবাদ দিয়ে একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে দু বার ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিআইডি৷ যদিও তদন্ত এবং জিজ্ঞাসাবাদের নামে সিআইডি আসলে তাঁকে হেনস্থা করছে বলে ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছেন প্রতাপচন্দ্র দে৷
advertisement
তবে দু বার হাজিরা দিলেও সিআইডি-র তলব সত্ত্বেও তৃতীয় হাজিরা এড়িয়েছেন প্রতাপচন্দ্র দে৷ উল্টে জিজ্ঞাসাবাদের নাম সিআইডি মানসিক হেনস্থা করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করে সিআইডি-কে আইনি চিঠি পাঠিয়েছেন প্রতাপচন্দ্র দে৷ সিআইডি-র অতিসক্রিয়তার বিরুদ্ধে আইন পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Gangopadhyay: বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে কেন বার বার তলব? সিআইডি-র ভূমিকায় প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement