Mamata Banerjee: হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে চাকিরপ্রার্থীদের বিক্ষোভ, হতচকিত পুলিশ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
এ দিন হাজরা মোড়ে ২০১৪ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ছিল৷
কলকাতা: নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পৌঁছে গেলেন চাকরিপ্রার্থীরা৷ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই রাস্তার উপরে বসে, শুয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিয়োগের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করলেন বিক্ষোভকারীরা৷
আচমকা এই ঘটনায় প্রাথমিক ভাবে পুলিশও হতচকিত হয়ে পড়ে৷ তবে কিছুক্ষণের মধ্যেই প্রিজন ভ্যান নিয়ে এসে চাকরিপ্রার্থীদের কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ৷ তবে এই ঘটনায় ফের একবার পুলিশের ভূমিকা এবং মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
এ দিন হাজরা মোড়ে ২০১৪ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ছিল৷ নিয়োগের দাবিতে তাঁরাও শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরার মূর্তি নীচে টানা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন৷ সেই কর্মসূচির ৫৫৫ তম দিনে এ দিন হাজরায় বিক্ষোভ দেখানোর কথা ছিল ওই চাকরিপ্রার্থীদের৷ হাজরা মোড়ের এই কর্মসূচি অবশ্য পূর্ব নির্ধারিতই ছিল৷
advertisement
advertisement
কিন্তু সেখান থেকেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে কাছে হরিশ চ্যাটার্জী স্ট্রিটের মুখে পৌঁছে যান পঞ্চাশ জনেরও বেশি মহিলা চাকরিপ্রার্থী৷ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই রাস্তার উপরে বসে পড়েন ওই চাকরিপ্রার্থীরা৷ কেউ কেউ স্লোগান দিতে দিতে রাস্তার উপরে শুয়েও পড়েন৷
advertisement
স্বভাবতই এই পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশ৷ কিন্তু পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশকর্মী না থাকায় অতজন মহিলা বিক্ষোভকারীদের সরানো সম্ভব হয়নি৷ তার পরেই পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী নিয়ে এসে বিক্ষোভকারীদের কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয়৷
এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় ফাঁক সামনে এসেছে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির পাশের আদি গঙ্গা পেরিয়েও তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন চাকরিপ্রার্থীরা৷ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর বাড়ির কার্যত ভিতর থেকেই লুকিয়ে থাকা এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 22, 2023 2:46 PM IST