Ayan Shil | JOB Scam: অয়ন শীলের হার্ডডিস্ক ঘেঁটে নিয়োগ দুর্নীতি কাণ্ডের বড় তথ্য ফাঁস! কোড ল্যাঙ্গুয়েজে লেখা প্রভাবশালীদের নাম! এবার...
- Published by:Satabdi Adhikary
- Written by:Arpita Hazra
Last Updated:
আটটি কোড ল্যাঙ্গুয়েজের ব্যবহার। পুরসভা বেআইনি নিয়োগে ৬ হাজারের মধ্যে ৯০ শতাংশ রেকমেন্ডেশন লিস্ট অনুসারে হয়েছে। আর বাকি দশ শতাংশ হয়েছে অয়ন শীলের নিজের কোটায়৷
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন শীলের সাংকেতিক কোড রহস্য! "এমএম ", "এসবি ", "সিএইচ ", " বিএইচ" এই সমস্ত কোড ল্যাঙ্গুয়েজে নাম লেখা রয়েছে পুরসভা বেআইনিভাবে নিয়োগের লিস্টে! ইডি সূত্রে খবর, অয়ন শীল পুরসভায় বেআইনি নিয়োগের ক্ষেত্রে যে সব প্রভাবশালী ব্যক্তি ক্যান্ডিডেট রেকমেন্ডেশন করতেন, তাঁদের নাম এবং পদ অনুসারে তৈরি হয়েছিল ওই "কোড"৷ সেই কোড ব্যবহার করেই লিখে রাখা হত ব্যক্তিগত তালিকা। অয়ন শীলের কম্পিউটারের হার্ড-ডিস্ক থেকে ওই তালিকা উদ্ধার হয়েছে বলে দাবি ইডির।
ইডি সূত্রে খবর, প্রায় আটটি কোড ব্যবহার করা হয়েছে ওই লিস্টে। যেমন, " MM", "SB", "CH", "BH"৷ এই সবই কোনও না কোনও প্রভাবশালী ব্যক্তির সাংকেতিক ভাষায় লেখা নাম। এর মধ্যে MM এর অধীনেই সবচেয়ে বেশি প্রার্থীর নাম রয়েছে বলে দাবি ইডির। ইডি সূত্রে খবর, কোডের পাশে লেখা ছিল কত জন চাকরি প্রার্থী, তাঁদের নামের রেকমেন্ডেশন, তাঁদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং কত টাকা বাকি রয়েছে সেই সমস্ত তথ্য৷
advertisement
আরও পড়ুন: রাজ্যে মিড ডে মিলে ১০০ কোটির দুর্নীতির অভিযোগ! যৌথ কমিটির রিপোর্টকে মানতে চাইছে না রাজ্য, তুঙ্গে রাজনৈতিক তরজা
সূত্রের খবর, অয়নকে জেরা করে জানা গিয়েছে, ৬০টিরও বেশি পুরসভায় প্রায় ৬ হাজার জন বেআইনি পদ্ধতিতে নিয়োগ হয়েছে৷ তারমধ্যে মধ্যে ৮০-৯০% রেকমেন্ডেশন লিস্ট অনুসারেই হয়েছে। বাকি ১০ পার্সেন্ট অয়ন শীল নিজের কোটায় নিয়োগ করেছিলেন।
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, প্রায় তিন থেকে দশ লক্ষ পর্যন্ত রেট ছিল পুরসভায় বিভিন্ন পোস্টে চাকরির জন্য। মজদুর, পিওন, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ একাধিক পদ ছিল। প্রতি পোস্টের জন্য আলাদা আলাদা রেট চার্ট ছিল। যারা নাম রেকমেন্ডেশন করতেন সেই রেট অনুসারে অয়ন শীলও আলাদা করে নিজের কোটায় পুরসভায় বেআইনি ভাবে দশ শতাংশ নিয়োগ করত।
advertisement
আরও পড়ুন: উত্তরে-দক্ষিণে যুযুধান দুই পক্ষ! শুভেন্দুর সভায় কি আজ বড় কোনও চমক? বাঁকুড়ায় কী বলবেন, নজর সেদিকেই
শুধু তাই নয়, এই প্রভাবশালীদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল অয়ন। প্রভাবশালীদের রেকমেন্ডেশন অনুসারে পুরসভায় বেআইনি নিয়োগের ক্ষেত্রে কারও থেকে ৪ লক্ষ টাকা নেওয়া হলে, তার দশ-পনেরো শতাংশ পেতেন অয়ন শীল। বাকি নব্বই-পঁচাশিই শতাংশ পেতেন প্রভাবশালীরা৷ ইডি জেরায় এমনটাই দাবি করেছেন অয়নের।
advertisement
হুগলির বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার এই অয়ন শীলের বাড়ি ও অফিস ঘেঁটে উদ্ধার হয়েছে টেট দুর্নীতি কাণ্ডের একাধিক নথি। অয়নের সল্টলেকের দফতর থেকেই চালানো হত দুর্নীতি চক্র। দাবি ইডির।
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 12, 2023 1:38 PM IST