Abhishek Banerjee | Suvendu Adhikari: উত্তরে-দক্ষিণে যুযুধান দুই পক্ষ! শুভেন্দুর সভায় কি আজ বড় কোনও চমক? বাঁকুড়ায় কী বলবেন অভিষেক, নজর সেদিকেই
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে এখন মরিয়া হয়ে উঠেছে। তবে একই দিনে অভিষেক আর শুভেন্দুর দুই প্রান্তের সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
কলকাতা: উত্তর এবং দক্ষিণ। দুইদিকে যুযুধান দুই পক্ষ। আর তা নিযেই সরগরম বুধবারের রাজ্য রাজনীতি৷ আজ, বুধবার বাঁকুড়ায় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, এদিনই বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই, কালিয়াগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন শুভেন্দু। শুভেন্দুর এদিনের কালিয়াগঞ্জের রাজনৈতিক সভামঞ্চে 'বড়' কোনও যোগদান কর্মসূচির সম্ভাবনা ঘিরেও শুরু হয়েছে জোর জল্পনা।
সভামঞ্চে শাসকদলে ভাঙন ধরাবে না তো শুভেন্দু? এই প্রশ্ন নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। কালিয়াগঞ্জ যাওয়ার আগে যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি বিরোধী দলনেতা। সংবাদমাধ্যমকে শুভেন্দু অধিকারী শুধু বলেন, ‘‘মানুষের জোট হবে, তৃণমূল হারবে।’’
আরও পড়ুন: রাহুল গান্ধির ইস্যুতে কাছাকাছি! চব্বিশেও কি পাশাপাশি থাকবে কংগ্রেস-তৃণমূল? কী বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
তবে, এদিন উত্তরের জেলা থেকে শাসকদল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যে সুর ফের সপ্তমে তুলবেন শুভেন্দু, তা বলাই যায়৷ তবে উত্তরের মানুষদের উদ্দেশে তিনি কী বার্তা দেন, সেদিকেও থাকবে নজর।
advertisement
advertisement
দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে এখন মরিয়া হয়ে উঠেছে। তবে একই দিনে অভিষেক আর শুভেন্দুর দুই প্রান্তের সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Apr 12, 2023 12:01 PM IST










