Jamai Shoshthi 2022: আগুন দাম বাজারে! জামাই আদরে ভরসা পঞ্চায়েতের আমিষ প্ল্যাটার, খরচ কত জানুন 

Last Updated:

Jamai Sasthi 2022: অনেকেই এবার ভরসা রেখেছন পঞ্চায়েত দফতরের প্ল্যাটারের উপর।

আগুন দাম বাজারে
আগুন দাম বাজারে
#কলকাতা: জামাই আদর করার ঝক্কি কম নয়। তবে জামাইষষ্ঠীর সকালে বাজার আগুন। শাক সবজি, ফল, মাছ-মাংসের যা দাম তাতে কার্যত পকেট ফাঁকা হওয়ার জোগাড়। তাই অনেকেই এবার ভরসা রেখেছন পঞ্চায়েত দফতরের প্ল্যাটারের উপর। চিকেন বা মটন, ইলিশ না চিংড়ি যাই চান না কেন মিলছে সব ধরনের খাবার।
রাজ্য পঞ্চায়েত দফতরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভলপমেন্ট করপোরেশনর থেকে প্রাপ্ত রিপোর্ট বলছে জামাইষষ্ঠীর লাঞ্চের মেনুর জন্য অর্ডার এসেছে ৫০৬ জনের কাছ থেকে। সাম্প্রতিক সময়ে যা রেকর্ড। নানা স্বাদের রান্না তো আছেই, সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে দুয়ারে ডেলিভারি৷ আর তাই একটা বড় অংশের মানুষ আস্থা রেখেছেন তাদের ওপরেই। বাজারে গিয়ে দেখা যাচ্ছে, মানিকতলা বাজারে কাতলা মাছ গোটা ২৭০ টাকা কেজি, কাটা ৪০০ থেকে ৫০০ টাকা, রুই গোটা ২২০, কাটা ৩৫০ টাকা, ভেটকি ৪৮০, গলদা ১০০০ টাকা, ইলিশ সাতশো গ্রামের মধ্যে হলে ৮০০ টাকা, এক কেজির ওপরে ১২০০-১৩০০ টাকা, দেড় কেজির দাম ১৬০০-২০০০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা।
advertisement
আগুন দাম বাজারে
advertisement
মানিকতলা বাজারে জ্যোতি আলু ২৮ টাকা কেজি, চন্দ্রমুখী ৪০ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, রসুন ১০০ থেকে ২০০ টাকা, আদা ১০০ থেকে ১৫০ টাকা, লিচু ১০০ টাকা, হিমসাগর ১০০ টাকা, জাম ১৫০ থেকে ২০০ টাকা কেজি, পটল ২০ থেকে ৩০ টাকা কেজি, বিনস ১৬০ টাকা, গাজর ৬০ টাকা, ঝিঙে ৩০ টাকা। মানিকতলা বাজারে আপেল ১৪০ টাকা, ল্যাংড়া ভাগলপুর ১০০-২০০ টাকা কেজি, গোলাপখাস ৯০-১০০ টাকা কেজি দরে।
advertisement
আর সবচাইতে বেশি টমেটো ১০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আর এই দামে মাথায় হাত ক্রেতাদের।
যারা খাবার অর্ডার করেছেন তাদের একজন দেবময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এই গরমে বাজার ঘুরে ঘুরে শাক সবজি কেন, ফল কেন, মাছ মাংস নিয়ে আসা একটা মস্ত বড় ঝক্কি। এর মধ্যে আবার বাড়িতে এসে রান্না করো। জিনিসপত্রের যা দাম, একই সঙ্গে গ্যাসের সিলিন্ডার হাজার টাকার ওপরে। তার চেয়ে অনেক ভালো সুবিধা এটা। ফোনে পছন্দসই খাবার অর্ডার করলাম। বাড়ি বয়ে এসে যথা সময়ে খাবার দিয়ে যায়। তাই আমাদের জন্য এটাই ভালো।" আর এক জন মঞ্জরী সেন জানিয়েছেন, "প্রথমত দারুণ রান্না। ভাল শাক সবজি৷ এছাড়া সব ধরণের আইটেম আছে। দুপুরে বাড়িতে এসে দিয়ে যাবে। এছাড়া দাম সাধ্যের মধ্যেই। তাই অর্ডার করে দিয়েছি।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jamai Shoshthi 2022: আগুন দাম বাজারে! জামাই আদরে ভরসা পঞ্চায়েতের আমিষ প্ল্যাটার, খরচ কত জানুন 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement